আমার চন্দনবনে ।। এন্টনি থিওডর Poem by Rahman Henry

আমার চন্দনবনে ।। এন্টনি থিওডর

Rating: 5.0

আমার চন্দনবনে ।। এন্টনি থিওডর
- - - - - - - - - -

.
আমার চন্দনবনে
ছোট্ট কুঁড়েঘর গড়েছি।
হাওয়া আমার চন্দন গাছেদের
প্রেমে পড়ে।
হাওয়া প্রায়শই দেখতে আসে
চন্দনগুলোকে
সকাল, দুপুর, সন্ধ্যায়।
হাওয়া প্রেয়সি, চন্দনকে, দেখতে
চুপিসারে আসে রাত্রিকালে।

কেন প্রাসাদোপম বাড়ি লাগবে আমার?
ছোট্ট কুঁড়েঘরে আমি তো শান্তিতে
ঘুমাই, সর্বদাই নিঃশ্বাসে পাই
চন্দঘ্রাণ
বাতাস যা লুটে নেয়
ওর প্রেয়সিকে ছেনে।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* ড. এন্টনি থিওডর (৯ নভেম্বর ১৯৫৪ -) : জার্মান কবি। জার্মানির ডর্টমুন্ড শহরের বসবাস করেন। ইংরেজি সাহিত্য এবং বৈশ্বিক ধর্মীয় দর্শন, উভয় বিষয়ে ডক্টরেট করেছেন, যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে। তার গুরুত্বপূর্ণ কবিতাগ্রন্থের কয়েকটি: The Song of My Dance, The Dance of My Dreams, In the Shadow of Your Wings, You are the Soul of my Being, Divine Moments.
.
* #AntonyTheodorePoems
.

COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success