শরতের দিন ।। রাইনার মারিয়া রিল্কে Poem by Rahman Henry

শরতের দিন ।। রাইনার মারিয়া রিল্কে

Rating: 5.0

প্রভু: এখনই সময়। গ্রীষ্মটা ছিলো অপরিমেয় দীর্ঘ।
সূর্যঘড়ির ওপর বিছিয়ে দাও তোমার ছায়া
আর মাঠে মাঠে বাঁধন আলগা হোক বাতাসের।
শেষ ফলগুলোকে পোক্ত হবার নির্দেশ দাও;
তাদের জন্য বরাদ্দ করো আরও দুটো দক্ষিণায়নের দিন,
মর্দনে পাকিয়ে তোলো তাদের আর শেষ মাধুরী
ধরে এনে ঋদ্ধ করে দাও তীব্র মদিরায়।
যার গৃহ নেই সে আর বানাতে পারবে না কোনও আবাসন।
যে নিঃসঙ্গ তাকে আরও বহুদিন ওভাবেই একা থাকতে হবে,
জেগে থাকবে, পাঠ করবে, লম্বা লম্বা চিঠি লিখবে,
আর সংযোগ সড়কে পায়চারী করবে, এমাথা ওমাথা,
উদ্দেশ্যহীন, বিরামহীন, যখন উড়তে থাকবে ঝরাপাতা

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

This is a translation of the poem Autumn Day by Rainer Maria Rilke
Sunday, July 23, 2017
Topic(s) of this poem: autumn
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success