প্রতিকৃতি ।। স্ট্যানলি কানিৎজ Poem by Rahman Henry

প্রতিকৃতি ।। স্ট্যানলি কানিৎজ

Rating: 5.0

প্রতিকৃতি ।। স্ট্যানলি কানিৎজ

.
আত্মহত্যা করেছিলো বলে
আমার মা ক্ষমা করেনি বাবাকে,
বিশেষত, এমন এক তূঙ্গকালে
এবং পাবলিক পার্কে,
সেই বসন্তঋতুতে
যখন ভূমিষ্ঠ হবার অপেক্ষায় আমি।
একটা কেবিনেটের খুব গভিরে, সে তার নাম রেখে
তালা মেরে দিয়েছিলো
আর বাইরে আসতে দিতো না,
যদিও আমি তার টোকা মারার আওয়াজ শুনতে পেতাম।
চিলেকোঠা থেকে যখন নিচে নামলাম
আমার হাতে ছিলো প্যাস্টেলে আঁকা এক প্রতিকৃতি
লম্বাটে ঠোঁটের কোনও আগন্তুকের
যার চোখ দুটো মূঢ়-দুঃসাহসী
এবং বাদামি রঙের,
কোন কথা না বলে
একটানে সে ছিঁড়ে ফেললো ওটা
আর আমার গালে কষে থাপ্পর বসালো।
এই চৌষট্টি বয়সেও
টের পাই
গালটা জ্বলছে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* স্ট্যানলি কানিৎজ (২৯ জুলাই ১৯০৫ - ১৪ মে ২০০৬) : মার্কিন কবি। দু বার মার্কিন দেশের পোয়েট লরিয়েট নির্বাচনে পরামর্শক নিযুক্ত হয়েছিলেন (১৯৭৪ ও ২০০০) ।
.
* #StanleyKunitzPoems
.

This is a translation of the poem The Portrait by Stanley Jasspon Kunitz
Saturday, July 29, 2017
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success