দেখেছো ঐ সূর্যটাকে?
ঐ যে সোনা আলো,
কন্যাশ্রীর হাত ধরে আজ,
মুছেছে সব কালো ।
জীবন হয়েছে আনন্দের এক
সুসজ্জিত কানন,
যেখানে আছে শিক্ষার ডাক,
নেই যে কোনো বারণ ।
এগিয়ে যাবো দৃঢ় পায়ে,
ছড়িয়ে সাফল্যের সৌরভ,
কন্যাশ্রী করলো মাথা উঁচু,
বাড়লো বাংলার গৌরব ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem