ক্রিকেট কতই নির্ভীকেরে
দিল জনম ধরাতল,
লর্ডস এর বুকে সিংহনাদের
কারো ছিলনা বুকে বল,
তুমি চেনালে আগ্রাসী রূপ,
গুঁড়িয়ে গড়াপেটার কল,
ইন্ডিয়া হল টিম ইন্ডিয়া,
ব্যক্তি নয় একটি দল ।
তুমি অর্জুন, তুমি বিভূষণ
বাঙালির দাদা অবিচল,
পদ্মশ্রীও তোমার দখলে,
তোমার হাসি যে করে পাগল ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem