শ্রাবণে © রহমান হেনরী Poem by Rahman Henry

শ্রাবণে © রহমান হেনরী

Rating: 5.0

শ্রাবণে © রহমান হেনরী

.
শ্রাবণে শ্রবণে বাজে, কার পদধ্বনি?
কার স্মৃতি সবুজে ও নীলে,
ঘাস ও আকাশ হয়ে বাজাচ্ছে খঞ্জনি—
সে কি তুমি? তুমি ছিলে?

এখানে রাত্রিরা গাঢ়, অন্ধকার— ঘাগড়া পরিহিতা
এবং নদীরও চোখ লাল;
বরফে পুড়েছে কারও বাসনার চিতা,
জীবিতে, যা ছিলো গতকাল;

চোখে তো চমক লাগে! এত শূন্য মাঠ—
পাখির পালক, ছাই, অঙ্গার— ছড়ানো-ছিটানো;
কে হাসি বাহিয়া আনো? রোদনবিভ্রাট
কানে বাজে; তুমি কি তা জানো?

শ্রাবণে শ্রবণবন্ধ্যা কারা কারা— শুধু চিৎকার
বুনে দিচ্ছে মাঠে মাঠে; ফলাবে বিপ্লব?
ও বিরহ, আজও আমি প্রেমিক তোমার;
যদিও সন্ত্রাসে-যুদ্ধে এ হৃদয় ধারনার শব—

.

.
#রহমানহেনরী; #RahmanHenry
.

Friday, August 4, 2017
Topic(s) of this poem: life,lifestyle,rainy season ,season
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success