চতুর দানব ।। নিকোলাই গুমিলেভ Poem by Rahman Henry

চতুর দানব ।। নিকোলাই গুমিলেভ

Rating: 5.0

চতুর দানব ।। নিকোলাই গুমিলেভ

.
আমার পুরনো ও ভালো বন্ধু, বিশ্বস্থ দৈত্যের প্রায়,
ছোট এই গান শুনিয়েছিলো আমায়:
এক নাবিক সারারাত নরকে নৌকা চালালো,
অথচ সকালবেলা সমুদ্রের জলে ডুবে গেলো।

তাকে ঘিরে দাঁড়িয়ে ছিলো বাঁধের মত ঢেউ,
ভেঙে পড়ছিলো আর উঠছিলো ভেসে,
আর তার সম্মুখে শুভ্র ফেনা, সমুদ্রের ফেউ
উড়ছিলো অনুগত প্রেমিকার বেশে।

শুনতে পেলো সে, ঢেউফাঁদে ফেঁসে,
‘‘আস্থা রাখো, ঠকাবো না আমি কোনও ছলে''
মনে রেখো— বললো দানব, মৃদৃ হেসে—
সকালে সে ডুবে গেলো সমুদ্রের জলে।

.

.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* নিকোলাই গুমিলেভ (১৫ এপ্রিল ১৮৮৬ - ২৫ আগস্ট ১৯২১) : রুশিয়ার কবি, শিল্প সমালোচক, ভ্রামণিক ও সৈনিক। পুরো নাম: নিকোলাই স্তেফানভ গুমিলভ। সোভিয়েত গোপন পুলিশ বাহিনীর হাতে গ্রেফতার হয়ে ১৯২১সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। আরেক বিখ্যাত রুশিয়ান কবি আনা আখমাতভাকে ১৯১০ সালে বিবাহ করেছিলেন। তাদের একমাত্র পুত্র লেভ গুমিলেভ পরবর্তীতে বিখ্যাত ইতিহাসবেত্তা হয়ে ওঠেন।
.

* #NikolayGumilyovPoems
.

This is a translation of the poem The Clever Demon by Nikolay Stepanovich Gumilyov
Saturday, August 5, 2017
Topic(s) of this poem: demons,sailor,sea,waves
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success