অনৈতিকতা ।। এজরা পাউন্ড
●
.
আমরা গাইছি প্রণয় এবং অলসত্ব চেয়ে,
কোনওটাই নয় প্রাপ্তিযোগ্য কিছু।
যদিও আমি থেকেছি অনেক দেশে,
কেউ নেয় নি বসবাসের পিছু।
এবং বরং মিষ্টিতমা গোলাপই আমার থাক,
বিষাদে যদিও পত্রালি তার ঝরে,
তার চে' না হয় হাঙ্গেরিতে বিরাট কিছু করি
সকল লোকের জ্ঞান-আস্থা ভেঙে চুরমার করে।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* এজরা পাউন্ড (৩০ অক্টোবর ১৮৮৫ - ১ নভেম্বর ১৯৭২) : মার্কিন কবি ও সাহিত্য সমালোচক। পুরো নাম: এজরা ওয়েস্টন লুমিস পাউন্ড। বিশ শতকীয় বিশ্ব কবিতার স্বনামখ্যাত কবিপুরুষ।
.
* #EzraPoundPoems
.