অনৈতিকতা ।। এজরা পাউন্ড Poem by Rahman Henry

অনৈতিকতা ।। এজরা পাউন্ড

Rating: 5.0

অনৈতিকতা ।। এজরা পাউন্ড

.
আমরা গাইছি প্রণয় এবং অলসত্ব চেয়ে,
কোনওটাই নয় প্রাপ্তিযোগ্য কিছু।

যদিও আমি থেকেছি অনেক দেশে,
কেউ নেয় নি বসবাসের পিছু।

এবং বরং মিষ্টিতমা গোলাপই আমার থাক,
বিষাদে যদিও পত্রালি তার ঝরে,

তার চে' না হয় হাঙ্গেরিতে বিরাট কিছু করি
সকল লোকের জ্ঞান-আস্থা ভেঙে চুরমার করে।

.

.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এজরা পাউন্ড (৩০ অক্টোবর ১৮৮৫ - ১ নভেম্বর ১৯৭২) : মার্কিন কবি ও সাহিত্য সমালোচক। পুরো নাম: এজরা ওয়েস্টন লুমিস পাউন্ড। বিশ শতকীয় বিশ্ব কবিতার স্বনামখ্যাত কবিপুরুষ।
.

* #EzraPoundPoems
.

This is a translation of the poem An Immorality by Ezra Pound
Sunday, August 6, 2017
Topic(s) of this poem: immortality,love
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success