অতিপ্রত্যূষে ।। জর্জ মেরেডিথ Poem by Rahman Henry

অতিপ্রত্যূষে ।। জর্জ মেরেডিথ

Rating: 5.0

অতিপ্রত্যূষে ।। জর্জ মেরেডিথ

.
রাত্রি, মৃত্যুপথযাত্রী মায়ের মত।
চোখদুটো তার সদ্যশিশু, দিবস।
পাখিরা বাজাচ্ছে স্বপ্নীল বাঁশি।
আর হে, আমার প্রেম, প্রিয়তমা!
রাত্রিটি ডাঙ্গা থেকে জোয়ারে ভেসে যাওয়া জীবন:
ভেসে গেছে আমাদের ধরাছোঁয়ার বাইরে!
সে এক সমুদ্র, আমাদের রক্তশূন্য দেহ উগড়ে দিয়েছে সৈকতে;
আগাছার সাথে আগাছা বানিয়ে আর নুড়ির সাথে নুড়ি
যা বালুতে শেকড়গাঁথা নিঃসঙ্গ ঝাউগাছের দুল্যমান শব্দ শুনছে
স্থলভাগের উদ্দেশ্যে গাওয়া সমুদ্রগানের পাশাপাশি।
.

.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* জর্জ মেরেডিথ (১২ ফেব্রুয়ারি ১৮২৮ - ১৮ মে ১৯০৯) : ভিক্টোরিয়ান যুগের ইংরেজ কবি ও ঔপন্যাসিক। ইনি মোট সাতবার নোবেল পুরস্কারের নোমিনেশন পেয়েছিলেন।
.

* #GeorgeMeredithPoems
.

This is a translation of the poem By Morning Twilight by George Meredith
Tuesday, August 8, 2017
Topic(s) of this poem: morning,night,sea
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 08 August 2018

সাবলীল আর অতি সুন্দর বাঙলায়ন vote//10+++++++++++++++

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success