মিনিসোটায় ফিরে যাচ্ছি যেখানে বিষণ্নতার অর্থ রয়েছে ।। ডানেজ স্মিথ Poem by Rahman Henry

মিনিসোটায় ফিরে যাচ্ছি যেখানে বিষণ্নতার অর্থ রয়েছে ।। ডানেজ স্মিথ

Rating: 5.0

মিনিসোটায় ফিরে যাচ্ছি যেখানে বিষণ্নতার অর্থ রয়েছে ।। ডানেজ স্মিথ

.
ওহ ক্যালিফোর্নিয়া, তুমি কি জানো না সূর্য কেবলি এক দেবতা
তার জন্য যদি তুমি উপবাস করতে শিখতে? সমুদ্রে আমার একঘেঁয়েমি এলো

এর ঠোঁটের ওপর দাঁড়িয়ে আছি, পা অব্দি পোশাক, প্রার্থনা করছি তুষারপাতের
জানি, অদ্ভুত স্বভাব আমার, অনেক আলো বেশি বিব্রত করে আমাকে

বিশেষত এই ভূখণ্ডে, যেখানে বৃক্ষেরা সর্বদাই সবুজ পাতায় শোভিত।
জানি, যা মৃত্যুকে ছোঁয় না তা কখনও সুন্দর হতে পারে না।

কখনও কোনও বরফজমা হ্রদের ওপর দাঁড়িয়েছো, ক্যালিফোর্নিয়া?
তোমার মাথার ওপরে সূর্য, বরফ ও স্থির সমুদ্র— এক আয়নামাঠ

সব কিছুই রোদের উপস্থিতিও দাবী করছে, তোমার চারপাশের সবকিছুই
আলো আর সবই অভিজাত এবং তুমি যদি দীর্ঘক্ষণ থাকো, মেরে ফেলবে

এবং এটা খুবই বিষাদময়, জানো? মাইলের পর মাইল তুমিই একমাত্র উষ্ণতা
এবং তুমিই একমাত্র সেই বস্তু, যে কোনও আলো ছড়াতে পারে না।
.

.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ডানেজ স্মিথ (১৯৮৪-) : মার্কিন কবি। মিনিসোটার সেন্ট পলে জন্ম। কবিতার জন্য একাধিক পুরস্কারে ভূষিত ডানেজ পোয়েট্রি ফাউন্ডেশনের ফেলোশিপ পেয়েছেন।

.

*
#DanezSmithPoems
.

COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success