মাগো আমি তোমায় ভালোবাসি Poem by NK Mondal

মাগো আমি তোমায় ভালোবাসি

মাগো আমি তোমায় ভালোবাসি।
আমি তোমার সেই ছোট্ট ছেলেটি।
হারিয়ে যায় নি অশান্তির দেশে।
মাগো তুমি যেমন চেয়েছিলে।

হয়েছি আমি তোমারই মতন।
মাগো তুমি যেমন চেয়েছিলে।
যাব না ঝঞ্জাট বিবাদে, যাব না খারাপ পথে।
মাগো তোমার কথা মেনে চলতে পারি যেনো সারাটি জীবন ধরে।
মাগো তুমি যেমন চেয়েছিলে।



মাগো আমি তোমায় ভালোবাসি।
আমি তোমার সেই ছোট্ট ছেলেটি।
তুমি নিষেধ করেছিলে অসৎ পথে চলতে।
তুমি নিষেধ করেছিলে খারাপ না হতে।
মাগো তুমি যেমন চেয়েছিলে।

মাগো তোমার জন্য দেখেছি পৃথিবীর আলো, দেখেছি পৃথিবীর পরিবেশ।
মাগো তোমার কথাটি সর্বচ্চবাণী।
মাগো আমি তোমায় ভালোবাসি।
মাগো দিয়েছি তোমায় কতো বেদনা, বুঝতে পারছি অবশেষে।

মাগো তুমি দিয়েছো জন্ম, করেছো কস্টো, দিয়েছো সম্পদ।
তোমাকে হতে হয়েছে অনেক বিপদের সংকট।
তবুও তুমি বলনি কিছু আমায়, করে গেছো আদর যত্ন।
মাগো আমি তোমার সেই ছোট্ট ছেলেটি।
মাগো আমি তোমায় ভালোবাসি।

Friday, January 3, 2020
Topic(s) of this poem: romantic
POET'S NOTES ABOUT THE POEM
Romantic poem
COMMENTS OF THE POEM
Nila Chakraborty 03 January 2020

Fantastic poem. I love you mom.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
NK Mondal

NK Mondal

Hariharpara, Murshidabad
Close
Error Success