দেশটা যাচ্ছে পাল্টিয়ে Poem by NK Mondal

দেশটা যাচ্ছে পাল্টিয়ে

দেশটা যাচ্ছে পাল্টিয়ে মূর্খ
নেতাদের জন্য
সংসদে বসে আছে কিছু
সাংসদ বন্য।

গণতান্ত্রিক দেশে নেই
গণতন্ত্র
আছে শুধুই দেশে মূর্খ
একনায়কতন্ত্র।

রাজার জানা নেই
রাজধর্ম
করছে দেশে সব
ভুলভাল কর্ম।

নেই অর্থনৈতিক, শিক্ষা, শিল্প
পরিকাঠামো ভালো
মনে হচ্ছে বারবার এই বুঝি
দেশ গেলো।

করছে না কেউ প্রতিবাদ
আমাদের দেশে
করছে যারা প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে
যাচ্ছে তাঁরা লোহার জেলে।

ধর্ম নিয়ে করছে হানাহানি
গর্বের দেশে
এবার যাবে বুঝি ভারত
শেষ হয়ে।

Friday, January 3, 2020
Topic(s) of this poem: country
POET'S NOTES ABOUT THE POEM
Romantic
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
NK Mondal

NK Mondal

Hariharpara, Murshidabad
Close
Error Success