NK Mondal

NK Mondal Poems

আমি তোকেই ভালোবাসি,
নেই আগে পিছে কেউ আমার।
ছিল না আমার ভালোবাসা কোনোদিনই।
যদি বা ছিল খনিকের মতো।
...

দেশটা যাচ্ছে পাল্টিয়ে মূর্খ
নেতাদের জন্য
সংসদে বসে আছে কিছু
সাংসদ বন্য।
...

সকাল হলেই চাষিরা ছোটে
মাঠের দিকে
খেয়ে না খেয়ে কাজ করে
বাড়ি ফিরে বিকেলের শেষে।
...

ও আমার দেশের মাটি আমি তোমায় ভালোবাসি।
তোমার চরণে দিয়োগো আমায় ঠাঁই।
তুমি করেছ বড় ছোট্ট থেকে অনেক কস্টে।
মাগো তুমি বিনে বেঁচে থাকা দাই।
...

হয় নাতো আমাদের দেশে প্রতিবাদ।
কেন কি ভয় পাই আমাদের যুব সমাজ।
কবে গড়ে উঠবে আমাদের যুবশক্তি।
বিনাশ হবে ফ্যাসিবাদ, পুঁজিবাদ সাম্রাজ্যবাদী।
...

আমি পারব না বলতে তোকে,
তুই যা বলিস বল দু: খ নেই তাতে।
আমি পারব না বলতে তোকে
মুখ ফুটে ভালোবাসার কথা।
...

ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ওই সমাজটাকে

সহ্য করতে পারে না বর্তমান মানুষ বৃদ্ধ, বৃদ্ধাকে।
...

ও আমার দেশের মাটি।
আমি তোমায় ভালোবাসি।
ভারত আমার মাতৃ জন্মভূমি৷
আমরা এক সমাজে বাস করি হিন্দু মুসলমান।
...

তোমায় নিয়ে ইচ্ছা করে
রাত্রি জেগে গল্প করতে।
ইচ্ছা জাগে তোমায় নিয়ে
প্রেম সাগরে সাঁতার দিতে।
...

সুন্দর একটি মেয়ে |
কি দারুণ সুন্দর |
মনে হচ্ছে রুপ নগরের রাজকন্যা
হেটে যাচ্ছে আমার পাশ দিয়ে
...

A poem by Honourable Indian famous ebook writer and photographer NK Mondal

Start now poem
...

12.

O man, why do you gossip and slander?
Don't you know it's anti-human.
Don't you know it's unfair? Why do violence,
riots over religion.
...

আমি বসে আছি তোমার অপেক্ষায়
হলুদ গোলাপ নিয়ে হাতে
তুমি আসবে বলে নিয়েছি সঙ্গে
লাল গোলাপের মালা গেঁথে।
...

মাগো আমি তোমায় ভালোবাসি।
আমি তোমার সেই ছোট্ট ছেলেটি।
হারিয়ে যায় নি অশান্তির দেশে।
মাগো তুমি যেমন চেয়েছিলে।
...

যাও চলে যাও করব না বারন
যদি পাও চলে গিয়ে শান্তি
তবে চলে যাও
চলে গিয়ে যদি পাও ক্লান্তি।
...

মনে আছে তোমার
প্রথম ঘটনাটি
খেয়েছিলাম কিস
হুড়মুড়িয়ে।
...

সেই বিদ্যালয়ের কথাগুলি
মনে আছে তোর
কথাগুলি শুনে শুনে
আমি হয়েছিলাম বোর।
...

NK Mondal Biography

NK Mondal is an Indian bengali poet, script writer, novelist, columnist, humanist and writer from the state of West bengal, India.He was awarded the title of Sahitya Ratna in 2019.)

The Best Poem Of NK Mondal

আমি তোমাকেই ভালোবাসি

আমি তোকেই ভালোবাসি,
নেই আগে পিছে কেউ আমার।
ছিল না আমার ভালোবাসা কোনোদিনই।
যদি বা ছিল খনিকের মতো।
তবুও আমি তোকেই ভালোবাসি।
ঠিক বিয়ের মাঝরাতে পরিচয়।
পছন্দ না করলেও করেছ পছন্দ,
ব্যাবহারের কারণে মুগ্ধ হয়ে।
বেসেছো ভালো নয়নের মণি করে,
একটু কোথাও গেলে জল ঝরে চোখের কোণে।
আমি ভালোবেসে যাব তোকে সারাজীবন ধরে,
থাকবে না তাতে বাঁধা কারো।
দুজনের মিল থাকে যদি অন্তরের মাঝখানে,
পারবে কে আটকাতে আমাদের ভালোবাসাকে।
আমি তোকেই ভালোবাসি,
নেই আগে পিছে কেউ।
কিছু মহুর্ত আসে যায় বেদনা দিয়ে,
জীবনকে করে তোলে অতিষ্ট আর জ্বালাময়।
তবুও বাঁধা বিপত্তি যায় পেরিয়ে,
সময়ের মধ্যে থেকে।
আমি ভালোবাসব তোকেই সারাজীবন ধরে।

NK Mondal Comments

Sanjida Ali 10 January 2020

Beautyfull

1 0 Reply
Sunanda Sengupta 10 January 2020

Fatafati Dada

1 0 Reply
Indrajit Mallik 10 January 2020

Thanks Brother

1 0 Reply
Alia Kamal 11 January 2020

Nice Sir

1 0 Reply
Lina Pathak 11 January 2020

Nice poem sir

1 0 Reply
Mirza Afsar 25 January 2020

Bhalo legeche

3 0 Reply
Ishita Roy 24 January 2020

Sunor Sir, Khub bhalo legeche kobitaguli.

1 0 Reply
Ayesha Siddika 24 January 2020

Nice Sir

1 0 Reply
Mina Khatun 11 January 2020

Darun laglo sir

2 0 Reply
Sovana Khatun 11 January 2020

Suveccha sir

1 0 Reply

NK Mondal Quotes

আজকে যা দেখছো তা ভুল, আগামীকাল যা দেখবে সেটাই সঠি।

লক্ষ পতিতার থেকে একজন আধুনিক সিনেমার অভিনেত্রী হল সমাজের আসল পতিতা। যা একজন দুজন নয় সমস্ত দেশের যুব সমাজ কে ধ্বংস করে।

I fear believers in God, but I do not fear atheists. Because atheists are rationalists. But the righteous are fierce. I am also an Islamic. Bengali language Translated by Google.

NK Mondal Popularity

NK Mondal Popularity

Close
Error Success