বৃষ্টি ।। ক্লারিবেল আলেগ্রিয়া Poem by Rahman Henry

বৃষ্টি ।। ক্লারিবেল আলেগ্রিয়া

Rating: 5.0

বৃষ্টি ।। ক্লারিবেল আলেগ্রিয়া

.
যখন ঝরে পড়া বৃষ্টির
স্রোত বয়ে যাচ্ছে পাথরগুলোর ভেতর দিয়ে
বুদ্বুদ হয়ে বেরিয়ে আসছে স্মৃতিগুলো।
এটা এমন, যেন বা, বৃষ্টি
আমার মন্দিরগুলোকে এফোঁড় ওফোঁড় করেছে।
স্রোত বইছে
তীব্র স্রোতের তোড়ে
বেরিয়ে আসছে অসংখ্য স্মৃতি:
তীব্র ক্যানকেনে কণ্ঠে
আমার কাজের লোকটা
ভুতের গল্প শোনাচ্ছে
আমাকে।
ওরা বসে আছে আমার পাশে
ভুতেরা
আর সেই গোলাপি-অন্ধকার বিকেলে
আমার বিছানাটা ক্যাঁড়ক্যাঁড় আওয়াজ করছে
যখন জানলাম চিরতরে চলে যাচ্ছো তুমি,
নিরন্তর ঠোকাঠুকি থেকে
চকমকি পাথর
ধূমকেতু হয়ে যাচ্ছে।
বৃষ্টি ঝরছে
ঝরছে
আর স্মৃতিগুলোর বন্যা বইছে
ওরা আমাকে দেখাচ্ছে
এক নির্জ্ঞান পৃথিবী
এক সর্বভূক
পৃথিবী— গহ্বর
ওঁৎপাতা
ঘূর্ণিঝড়, খুরধ্বনি
কিন্তু আমার ভালো লাগছে
কেননা ভালোবাসি এসব
পঞ্চেন্দ্রীয়ে
বিস্ময়ের খাতিরে
কেন বেসেছি সে কথা না জেনেই,
প্রতিদিন সকালবেলায়,
চিরদিনের জন্য, এসব ভালোবেসেছি আমি।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ক্লারিবেল আলেগ্রিয়া (১২ মে ১৯২৪ -) : নিকারাগুয়ার কবি, ঔপন্যাসিক, সাংবাদিক। মধ্য-আমেরিকার সাহিত্যে তাকেই সবচে' গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর বিবেচনা করা হয়। আলেগ্রিয়া বর্তমানে ম্যানাগুয়াতে বসবাস করছেন।
.
*
#ClaribelAlegríaPoems
.

This is a translation of the poem Rain by Claribel Alegría
Saturday, August 19, 2017
Topic(s) of this poem: departure,love,memories,rain
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success