ড্রাগনে বিশ্বাস করি ।। অসকো কুনাপ Poem by Rahman Henry

ড্রাগনে বিশ্বাস করি ।। অসকো কুনাপ

ড্রাগনে বিশ্বাস করি ।। অসকো কুনাপ


.
এক বিকেলে একটা গির্জার এক কোণে চিপায় ঢুকে পড়লাম,
হয়তো আশ্রয়ের জন্য, হয়তো নীরবতা খুঁজতে।
লাল ইট, মথের মৃদৃ গুঞ্জরণ,
অাঁধারলিপ্ত দেয়ালে একটা ছায়াময় চিত্রকর্ম।

অনুগ্রহ করো, ড্রাগন! দক্ষিণ-পুবের হাওয়া ডানায় মেখে, ধরো তাকে!

একটা ছবির ভেতরে, গির্জার আসনগুলোর ভেঙেপড়া শব্দের মধ্যে,
ধ্রুপদি নাটকের মত— জর্জ ও ড্রাগন
পবিত্র এক প্রতিযোগিতায় পরস্পরের দিকে এগোচ্ছে
চোখে চোখ রেখে, হাজার বছরের পরিচিত।

ফুঁসে ওঠো, ড্রাগন, ধরো ওকে! অকর্মা জর্জকে গিলে খাও!

সেদিন গির্জায়, দশ উড়াল-ঘন্টা পেরিয়ে,
তোমাকে চিনতে পারলাম, ড্রাকো, পাদরীদের মধ্যে,
তোমার চোখের আলোয় উদ্ভাসিত এক স্বর্ণযুগ,
যখন, মানুষের ত্বকগুলোর দিকে পর্যটকের মত তাকাচ্ছিলে।

গর্জে ওঠো, ড্রাগন, ধরো তাকে। কাপুরুষদের সেই ঘরটা জ্বালিয়ে দাও!
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* অসকো কুনাপ (৬ সেপ্টেম্বর ১৯৭১ -) : এস্তোনিয়ান কবি, লেখক, ডিজাইনার ও কণ্ঠশিল্পী।
.

*
#AskoKünnapPoems

.

This is a translation of the poem I Trust In Dragons! by Asko Künnap
Tuesday, September 5, 2017
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success