আত্মশোচনা ।। ডি. এইচ. লরেন্স Poem by Rahman Henry

আত্মশোচনা ।। ডি. এইচ. লরেন্স

Rating: 5.0

আত্মশোচনা ।। ডি. এইচ. লরেন্স

.
কখনও দেখি নি
বন্যেরা আত্মশোচনা অনুভব করে।
ক্ষুদে এক পাখি মরে বরফজমাট হয়ে খসে পড়বে গাছের ডাল থেকে
তবু কোনও অনুশোচনা রাখবে না মনে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* ডি. এইচ. লরেন্স (১১ সেপ্টেম্বর ১৮৮৫ - ২ মার্চ ১৯৩০) : ইংরেজ ঔপন্যাসিক, কবি, নাট্যকার, ছোটগল্পকার, গদ্যশিল্পি, শিল্পসমালোচক এবং চিত্রকর।
.
*
#DHLawrencePoems
.

This is a translation of the poem Self-Pity by David Herbert Lawrence
Monday, September 11, 2017
Topic(s) of this poem: pity,sorry,wildlife
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success