ঘাস ।। জুলিয়ান টুইম Poem by Rahman Henry

ঘাস ।। জুলিয়ান টুইম

Rating: 5.0

ঘাস ।। জুলিয়ান টুইম

.
ঘাস, আমার হাঁটুঅব্দি ঘাস!
বেড়ে ওঠো, হও আসমানগামী
যেন মনে না হয়
কোথাও রয়েছে তুমি বা আমি।

যেন সম্পূর্ণত সবুজ হয়ে উঠি
আর আমার হাড়ও পুষ্প বয়ে আনে,
যেন আমার শব্দেরা না আসে
তোমার সজীবতা ও আমার মাঝখানে।

যেন আমাদের দুজনের জন্য
থাকে শুধু একটাই নাম:
হয় দুজনেরই নাম— ঘাস
নয় তো, টুইম বলেই পরস্পরকে জানলাম!
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* জুলিয়ান টুইম (১৩সেপ্টেম্বর ১৮৯৪ - ২৭ ডিসেম্বর ১৯৫৩) : পোল্যান্ডের কবি।
.
*
#JulianTuwimPoems
.

This is a translation of the poem Grass by Julian Tuwim
Wednesday, September 13, 2017
Topic(s) of this poem: grass ,lifestyle,name,nature
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success