কঠিন দিনে Poem by Soumen Chattopadhyay

কঠিন দিনে

অসহায় প্রান্তরে নিঃশব্দে
অনার্য মাটির এই সভ্যতা অনেক
কথা বলে গেছে

এখানের ক্ষুধিত বাতাস
একদিন বুক বেঁধে সেই রূপকথা বুনেছিল
একাকী, সন্ধ্যার নিঝুম গোধূলি আলোর গহ্বরে

জ্যোৎস্নার ভেতর লক্ষ্মীপুজোর রাত্রিতে
আগমনী গান গেয়েছিলো

বিবর্ণ আঁধার
ছিলনা সেদিন
নিবিড় ছায়ার
ভেতর জীবন ভরেছিলো ধানসিস

আমলকী বনে নতুন প্রাণের বীজ
নির্জন মেঘের
তলে খেলেছিল

অনুভবে চেতনার গভীর আকাশে
আমরা হৃদয়
বিনিময় করে
শূন্যতা পূরণ করেছি কঠিন দিনে

এইভাবে একদিন নিজেকে নির্মাণ
করেছি অনার্য
মাটির ধূলোয় হৃদয়ের লেনদেনে

কঠিন দিনে
Tuesday, June 9, 2020
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Sampa Banerjee 10 June 2020

Koto sobder jaal bunechis satti real lover you.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success