ব্ল্যাক বোর্ডএর দিনগলি Poem by Madhabi Banerjee

ব্ল্যাক বোর্ডএর দিনগলি

ব্ল্যাক বোর্ড -এর দিনগুলির কথা মনে করলে
আমি সত্তর থেকে একদম সাতে নেমে যাই।
তখন আমি সাত
একদিন সকালে বাড়ির উঠোনে এক্কা দোক্কা খেলছিলুম
দাদু এসে হাতটা ধরে বলল ‘চল তোকে ব্ল্যাক বোর্ড-এর সাথে পরিচয় করিয়েদিয়ে আসি আজ
দাদুর সাথে এলাম একটি দু'তলা বাড়িতে
দাদু বলল ‘এটা স্কুল । এখানে সবাই পড়াশুনা করতে আসে
এখন থেকে তুইও আসবি
প্রথম দিন ক্লাসে ঢুকেই দেখলাম ব্ল্যাক বোর্ড কি
আর বুঝলাম স্কুলে আমার মতো অনেকেই আসে।
আমার ক্লাসে অন্য ক্লাসে
তারা আমার বন্ধুরা।
তখন আমি থ্রি-তে
দেখলাম কি কারনে একটি ফোর-এর ছেলে
একটিথ্রির ছেলেকে বলছে
তোর এত সাহস কেমন করে হল,
একজন থ্রি ফোরকে বলবে? এ কি অন্যায়
আমি বুঝে গেলাম ফোর খু উঁচু ক্লাস, তাই ও বড়
আর থ্রি খুব নিচু ক্লাস তাই ছোট
ছোটরা বড়দে কিছু বলতে পারে না বললে অন্যায় হয়
আর সেই থেকে আমার মনে এক ইচ্ছে রোপণ হয়ে গেল
ঐ উঁচু ক্লাসে আমাকে উঠতেই হবে, বড় আমাকে হতেই হবে
আমাকে ফোর উঠতে ফাইভে উঠতে হবে…..
এরকম ভাবেই আমি উঠতে থাকলাম
অবশেষে একদিন স্কুল কলেজের ক্লাস শেষ করে থামলাম
সাথে থাকল স্কুল জীবনের কলেজ জীবনের তথা ব্ল্যাক বোর্ড জীবনের
দিনগুলির স্মৃতিগুলি
এখনও যখন কোন সহপাঠীর সাথে দেখা হয় আনন্দ আর ধরে না
আবার যখন খবর আসে ক্লাসের প্রিয় বন্ধুটি ইহলোক ত্যাগ করেছে
সবার অলক্ষ্যে চোখের জলে ভাসি
সেই ব্ল্যাকবর্ডোএর -দিনগুলি
বড় সংবেদনশীল বড় আনন্দের বড় আপন।

Tuesday, January 21, 2020
Topic(s) of this poem: childhood
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success