মজার ছড়া ১ Poem by RAJAT GHOSH

মজার ছড়া ১

চমচম কমকম,
খাইখাই গপগপ,
বনবন শনশন,
পেটটেট কনকন।
চুপচাপ চুপিচুপি,
মরমর চুরমুর,
গপগপ খেয়ে যাই,
ভয় ভয় মনে হয়।
রিমঝিম টুপটাপ,
গুরুগুরু গমগম,
ঝুপঝুপ ঝুমঝুম,
বারেবারে বর্ষণ।
ধুপধাপ ধরমর,
চমচমে চকমক,
বকবক বন্ধ,
বাতে বারুদের গন্ধ।
তালেতালে তালে,
মাদল মাতালে,
মাতাল মাতলো,
মদ্য যে মিললো।
লিখেলিখে লেখাপড়া,
হারিয়ে হারানো ছড়া,
অজ আজি আসে,
অনন্ত আনন্দ সাথে।

Saturday, September 23, 2017
Topic(s) of this poem: humour,literature
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success