বিশ্বাস বিষয়ে নীতিগল্প ।। লুইজ ক্লুখ Poem by Rahman Henry

বিশ্বাস বিষয়ে নীতিগল্প ।। লুইজ ক্লুখ


.
এখন, গোধূলিলগ্নে, প্রাসাদের সিঁড়িতে
রাজাটি ক্ষমাপ্রার্থনা করছেন রানির কাছে।

তিনি
প্রতারক নন; মুহূর্তটির কাছে
সত্যনিষ্ঠ থাকার চেষ্টা করেছেন; নিজের কাছে সৎ থাকার
অন্য কোনও উপায় আছে কি?

রানি
কোনওমতে, আলো-ছায়ার আশ্রয়ে
মুখ লুকাচ্ছেন। নিজের অতীত ভেবে
কাঁদছেন নীরবে; কারও জীবনে যখন গোপনতা থাকে,

তার কান্না কখনও ব্যাখ্যায়িত হয় না।

তথাপি সানন্দে তার রানির শোক
সয়ে নেবেন রাজা: তার হৃদয়
এক উদার হৃদয়
আনন্দে যেমন তেমনি বেদনাকালেও।

জানেন
ক্ষমা কথাটার মানে কী? এর অর্থ হলো
বিশ্বজগত পাপে পূর্ণ হয়েছে, তাকে
ক্ষমা করে দিতে হবে- -
.
.
* লুইজ ক্লুখ [২২ এপ্রিল ১৯৪৩ - ]:
২০২০ সালে কবিতার জন্য নোবেলজয়ী মার্কিন কবি।
.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems
.
** জার্মান ভাষায় এ কবির নাম: লুইজ এলিসাবেট ক্লুখ
.

This is a translation of the poem Parable Of Faith by Louise Gluck
Friday, November 13, 2020
Topic(s) of this poem: faith,forgiveness,true
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success