একটা গল্প শোনাও ।। রবার্ট পেন ওয়ারেন
●
.
অনেক আগে, কেনটাকিতে, আমি, এক বালক, দাঁড়িয়ে আছি
ধূলিমগ্ন পথের পাশে, প্রাথমিক অন্ধকারে, আর শুনতে পাচ্ছি
মহাহাঁসের আওয়াজ এগিয়ে যাচ্ছে উত্তর দিকে।
দেখতে পাচ্ছি না, চাঁদ নেই
আর বিক্ষিপ্ত তারাগুলোও মিটমিটে। ওদের শব্দ শুনছি।
জানতাম না কী ঘটছে আমার মনের ভেতর।
বড় বেরিফুল ফোটার ঋতু সমাগত
কাজেই উত্তরে যাচ্ছিলো ওরা
হংসধ্বনি এগিয়ে যাচ্ছিলো উত্তর দিকে।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* রবার্ট পেন ওয়ারেন (২৪ এপ্রিল ১৯০৫ - ১৫ সেপ্টেম্বর ১৯৮৯) : মার্কিন কবি, ঔপন্যাসিক, সাহিত্য সমালোচক এবং সাহিত্যে নব্য সমালোচনাবাদের প্রতিষ্ঠাতা। সৃজনশীল রচনাকর্ম, বিশেষত, কবিতার সাত প্রকারের দুর্বোধ্যতাকে চিহ্নিত করেছিলেন ওয়ারেন। উপন্যাস(১৯৪৭) ও কবিতা(১৯৫৮ এবং ১৯৭৯) উভয়ক্ষেত্রেই পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। আজ অব্দি ওয়ারেনই একমাত্র সাহিত্যিক যিনি উপন্যাস ও কবিতা, উভয় বিষয়েই পুলিৎজার পেয়েছেন। যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট ছিলেন।
.
*
#RobertPennWarrenPoems
.