বয়ঃসন্ধিকাল - ১ ।। রিতা ডাভ Poem by Rahman Henry

বয়ঃসন্ধিকাল - ১ ।। রিতা ডাভ

Rating: 5.0

বয়ঃসন্ধিকাল - ১ ।। রিতা ডাভ

.
জলভার রাত্রিগুলোতে নানী মা'র বারান্দার পেছনে
সুড়সুড়ি জাগানো ঘাসের ভেতর আমরা হাঁটু গেঁড়ে বসতাম আর ফিসফাস করতাম:
লিন্ডার মুখ ঝুঁকে থাকতো আমাদের দিকে, আখরোটের মত ফ্যাকাসে,
আর সেই মুখ প্রজ্ঞাময় হয়ে উঠতো, যখন বলতো:
‘‘ছেলেদের ঠোঁট দুটো তুলতুলে,
শিশুদের ত্বকের মত কোমল।''
হাওয়ায় ভেসে যেতো ওর কথাগুলো।
জোনাকি-ডানার মৃদুধ্বনি বাজতো আমার কানের পাশে, এবং দূরে
শুনতে পেতাম, সড়কের বাতিগুলো
পালকময় আসমানে
সূর্যের ক্ষুদে সংস্করণের সাথে টুংটাং আলাপ করছে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* রিতা ডাভ (২৮ আগস্ট ১৯৫২ -) : কবিতায় পুলিৎজার জয়ী মার্কিন কবি ও গদ্যকার। ১৯৯৩ - ৯৫ মেয়াদে, যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট ছিলেন। ২০০৪ - ২০০৬ মেয়াদে ভার্জিনিয়ার পোয়েট লরিয়েট ছিলেন। আফ্রো-আমেরিকান রিতা ডাভ, পেশায় একজন রসায়নবিদ। পুরোনাম: রিতা ফ্রান্সেস ডাভ। জন্মেছেন ওহিওর অ্যাক্রনে। বিবাহতা ও এক কন্যাসন্তানের জননী রিতা, বর্তমানে, ভার্জিনিয়ার চার্লটভিলে বসবাস করছেন।
.

*
#RitaDovePoems
.

This is a translation of the poem Adolescence I by Rita Dove
Wednesday, October 4, 2017
Topic(s) of this poem: boy,girls,romance
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success