বৈরিতা ।। এডগার লি মাস্টার্স Poem by Rahman Henry

বৈরিতা ।। এডগার লি মাস্টার্স

Rating: 5.0

বৈরিতা ।। এডগার লি মাস্টার্স

.
গ্রামে বসে যদি তোমরা মনে করো আমার কাজগুলো সুন্দর,
যে স্যালুনসমূহ এবং তাসের জুয়া বন্ধ করেছে,
বৃদ্ধা ডেইজি ফ্রেসারকে টেনে হিঁচড়ে বিচারপতি আর্নেটের সামনে হাজির করেছে,
অসংখ্য ধর্মযুদ্ধে মানুষের পাপ বিশোধন করেছে;
তা হলে কেন কোটিপতির কন্যা ডোরাকে,
এবং বেঞ্জামিন পেন্টিয়ারের অকর্মা ছেলেকে,
তাদের অপবিত্র বালিশের ভেতর রাত্রিকালে আমার কবর খুঁড়তে দাও?
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এডগার লি মাস্টার্স (২৩ আগস্ট ১৮৬৮ - ৫ মার্চ ১৯৫০) : মার্কিন কবি, নাট্যকার, গদ্যলেখক, আইনজীবী ও জীবনীকার।
.

*
#EdgarLeeMastersPoems
.

This is a translation of the poem A.D. Blood by Edgar Lee Masters
Sunday, October 15, 2017
Topic(s) of this poem: works
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success