তবে কেন দু'হাত তুলে নালিশ জানাবো তোমার কাছে Poem by Madhabi Banerjee

তবে কেন দু'হাত তুলে নালিশ জানাবো তোমার কাছে

আকাশে দু'হাত তুলে কেন আমি তোমাকে নালিশ জানাবো
তোমার সামনে মাথা নত করলে
আমি শান্তি পাই মনে কনো উদ্বেগ থাকেনা
তোমার স্মরণ আমার কাছে স্বর্গের মতো।
তবে কেন হাত পেতে তোমার কাছে কিছু চাইবো।
সবাইবলে তুমি অন্তর্যামী, তুমি সব জানো
তবে কেন আমি অন্যকে বলবো
আমার কথা তোমার কাছে পৌঁছে দিতে।
আমি অনেক কিছু পেয়েছি
কারণে অকারণে আবা অনেক কিছু হারিয়েও ফেলেছি
আমি কিছু স্বপ্ন সাজিয়েছিলাম
কিন্তু স্বপ্নগুলো আমার ভেঙ্গে চূড়মার হয়ে গেছে
আমার কষ্টে আমার দুঃখে তুমি উদাসীন
তুমি কোনো সরকার নও যে তোমাকে রোজ রোজ বলতে হবে।
তোমার কাছে কেন তবে হাত তুলে নালিশ জানাবো।
সর্বশক্তিমান হয়েও তুমি তোমার কাজ জান না
কতদিন আর তোমার নামে পূজা অর্চনা ভজন আরাধনা
সংকীর্তণ হতে থাকবে।
একবার পথে এসে ওদের অবস্থাটা একবারদেখ
যারা হাত তুলে প্রতিটি দোরে দোরে চাইতে থাকে
চোখে ওদের প্রত্যাশার চাহনী।
যারা হাত পাতে তাদের আজ পর্যন্ত কিছুই দাওনি
তাদের দরজায় তোমার দয়া পৌঁছয়নি
আমি হাত তুলেকেন মনে করিয়ে দেবো তোমার জিম্মেদারী
তোমার জিম্মেদারী তুমি বুঝে নাও।
আমি হাত তুলে কেন কিছু চাইবো
কেন আকাশে হাত তুলে তোমার কাছে আমি নালিশ জানাবো।

Sunday, March 22, 2020
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success