ভারতের ভবিষ্যৎ ও এক উন্মাদের প্রলাপ Poem by Arun Maji

ভারতের ভবিষ্যৎ ও এক উন্মাদের প্রলাপ

Rating: 5.0

কলকাতার নারকীয় ঘটনার পটভূমিতে আমি বলতে চাই-
অন্যের দিকে আঙুল তুলা নয়। আমাদের প্রত্যেকেরই উচিৎ নিজেকে একবার আয়নায় দেখা।

ভারতবর্ষ খুব দ্রুত হিংস্র হয়ে যাচ্ছে। তার কারন- ভারত, তার ভারতীয়ত্ব ভুলে অন্যের শিক্ষা, সংস্কৃতি, আর আদব কায়দা অন্ধভাবে রপ্ত করতে শিখছে।

এতদিন ভারতীয়রা আধ্যাত্মিক জীবনে অভ্যস্ত ছিলো। দেশে আইনশৃঙ্খলা দৃঢ় না থাকলেও, ভারতের আধ্যাত্মিক জীবন যাত্রা- ভারতকে নারকীয় ঘটনা থেকে রক্ষা করতো। আজকে ভোগবাদী জীবনের কারনে- ভারতের সেই কবচ কুন্ডল হারিয়ে গেছে। পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য দেশে মানানসই হলেও, ভারতের মাটিতে তা মানায় না।

ভোগবাদী জীবন যে উচ্ছৃঙ্খলতার জন্ম দেয়, তাকে দমন করার জন্য- পাশ্চাত্য দেশে পরিকাঠামো থাকলেও, ভারতে তা নেই। আগামী পঞ্চাশ বছরেও, ভারত সেই পরিকাঠামো তৈরী করতে পারবে না।

আজকাল রাতে আমি দুঃস্বপ্ন দেখছি এই ভেবে যে- ভারতবর্ষে এই ধরণের নারকীয় ঘটনা উত্তরোত্তর বাড়তে থাকবে।

© অরুণ মাজী

ভারতের ভবিষ্যৎ ও এক উন্মাদের প্রলাপ
Sunday, December 3, 2017
Topic(s) of this poem: bangla
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success