প্রাগবসন্তে বিষণ্নতা ।।এরিকা জং Poem by Rahman Henry

প্রাগবসন্তে বিষণ্নতা ।।এরিকা জং

Rating: 5.0

প্রাগবসন্তে বিষণ্নতা ।।এরিকা জং

.
মাংস ঝুলানোর আংটা, লেখার খাতা,
গোটা শহরের আসমান নিষ্প্রভ জ্বলছে
এবং ভূতুরে আলোর বোমাগুলো
আঘাত হানছে নদীর খণ্ডিতাংশে
ঘরের জানালা পথে দেখছি।

কবিরা মৃত, মারা যাচ্ছে শহরটা।
অ্যান, সিলভিয়া, কীটস
তার আবেগপ্রবণ ফুসফুস নিয়ে,
বেরিমান সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ছে আর পাক খাচ্ছে স্রোতের মধ্যে,
সব স্বাপ্নিকই মৃত
নিজনিজ স্বপ্নের কারণে।

কেন আমি হোরেশিওর মত থেকে গেলাম?
অ্যান তার কবর থেকে পাঠাচ্ছে অজস্র কবিতা,
সিলভিয়া, চিঠি-পত্রাদি।
জন কীটসের ভূতুরে কফ
দেয়ালগুলো ফুঁড়ে আবির্ভূত হচ্ছে।
এখানে কী করছি আমি?
কেন দ্বিধাদ্বন্দ্ব?

এক মৃতদেহ আমি যে কলম ঘুরাচ্ছে আর লিখছে।
এক কণ্ঠস্বরে পূর্ণ জাহাজ আমি যা প্রতিধ্বনি তুলছে।
উপন্যাস লিখছি আর ধ্বংস করছি সমুদয় বনভূমি।
ইঞ্চি ইঞ্চি করে পুনর্বিন্যস্ত করছি মহাবিশ্বকে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এরিকা জং (২৬ মার্চ ১৯৪২ -) : মার্কিন কবি ও ঔপন্যাসিক। প্রকৃত নাম: এরিকা মান। নিউ ইয়র্ক সিটিতে জন্ম। ১৯৭৩ সালে, এরিকা রচিত উপন্যাস Fear of Flying দুনিয়াব্যাপী অন্তত ২০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে, এমন দাবি Washington Post এর। তার উপন্যাসটি নিন্দিত ও নন্দিত; কেননা, সেখানে সমকামি নারীদের মধ্যে বিবাহবন্ধনকে আইনসিদ্ধতা দেবার বিষয়টি উচ্চকিত ছিলো। এরিকা বর্তমানে ম্যানহাটনে বসবাস করছেন।
.
*
#EricaJongPoems
.

This is a translation of the poem Depression In Early Spring by Erica Jong
Monday, December 25, 2017
Topic(s) of this poem: depression,life and death,spring
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success