বৈরাগ্যমুখর রাত Poem by Soumen Chattopadhyay

বৈরাগ্যমুখর রাত

Rating: 5.0

একাকী পেতেছো হাত শোকহীন অন্ধকারে
আমারও তো সন্ধ্যা হয়েছে
কি আছে দেবার মানুষের হাতে?

ভরা আছে বুকে বৈশালী নগর
কিছু ফূল চেয়ে অন্ধকারে অনর্গল...

জীবনের সহজ প্রয়োজন আম্রপালী
ক্রমশ রক্তে-পোড়া অন্ধকারে বায়বীয় ঢেউ

কোথাও তেমন কোন শোক নেই -
রাতের ভিখারি আমি পুড়ে ছাই নিজস্ব উত্সবে,

এর মধ্যে পেতেছো দু'হাত, এই বৈরাগ্যমুখর রাতে -

বৈরাগ্যমুখর রাত
Tuesday, January 9, 2018
Topic(s) of this poem: sad
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 15 October 2020

সব কিছুই আছে এই ভরা যৌবন উন্মুখ পৃথিবীর না, সত্যই আমি কিছু নিয়ে আসিনি এ পৃথিবীর ত্রিবেণীর ঘাটে উপভোগের অভিসারে আমি ভিখেরি নেই, নেই আমার কিছুই তাই তো বৈরাগ্যমুখর এ আমি (উৎসর্গ আপনাকে)

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success