নীরবতা ।। জান ক্যাপলিনস্কি Poem by Rahman Henry

নীরবতা ।। জান ক্যাপলিনস্কি

Rating: 5.0

নীরবতা ।। জান ক্যাপলিনস্কি

.
এখানে সর্বদাই রয়েছে নীরবতা এবং সবখানেই;
মাঝেমাঝে আমরা তাকে স্পষ্টতর শুনতে পাই:
খোলা প্রান্তরগুলোতে আছে কুয়াশা, শস্যগোলার দরোজা উন্মুক্ত,
বহুদূরে গান গাইছে একটা লালডানা (ব্ল্যাকবার্ড)এবং এক
শাদা প্রজাপতি এলম শাখাকে ঘিরে
ডানা নাড়ছে অবিরাম, যাকে
অস্তমিত সূর্যের পটভূমিতে মনে হচ্ছে এক মৃদুছন্দ।
কেবল মানুষের মুখ আর পাণ্ডুলিপি ছাড়া সবকিছু ফেলে যায় গোধূলি,
শুধুই পড়ে থাকে আলো ও অন্ধারের প্রভেদ—
ভরা গ্রীষ্মের স্বয়ম্ভু এই রাত
এবং দেরাজের ওপর এক পুরনো পকেট ঘড়ি
অকস্মাৎ উচ্চনাদে টিক টিক আওয়াজ
তুলছে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* জান ক্যাপলিনস্কি (২২ জানুয়ারি ১৯৪১ -) : এস্তোনিয়ার কবি, দার্শনিক, সংস্কৃতি-সমালোচক ও অনুবাদক। নোবেল সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
.

*
#JaanKaplinskiPoems
.

This is a translation of the poem Silence by Jaan Kaplinski
Sunday, January 21, 2018
Topic(s) of this poem: nature,philosophy,silence
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success