নিউ ইয়র্কের নোট ।।হার্ভে শাফিরো Poem by Rahman Henry

নিউ ইয়র্কের নোট ।।হার্ভে শাফিরো

Rating: 5.0

নিউ ইয়র্কের নোট ।।হার্ভে শাফিরো

.
১.
একটা পার্শ্বসড়কে কঠিন ট্রাফিক জ্যামে
ধরা খেয়ে, ক্যাব চালককে
বললাম, আমার উচিত ছিলো
হেঁটে আসা, সে জবাব দিলো,
আমার ডাক্তার হওয়া উচিত ছিলো।

২.
আটলান্টিক এভিনিউ স্টেশনে
যখন ওরা দরোজা খুলছে,
অনুসন্ধান বুথের লোকটাকে জিজ্ঞেস করলাম:
১১: ৩৩ এর ট্রেনটা ক'টা নাগাদ
পেতে পারি? সে বললো,
পরিবার পরিজন নিয়ে আমি বাড়িতে আছি।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* হার্ভে শাফিরো (২৭ জানুয়ারি ১৯২৪ - ৭ জানুয়ারি ২০১৩) :মার্কিন কবি; নিউ ইয়র্ক টাইমস সম্পাদনা করতেন। জন্ম শিকাগোতে; মৃত্যুবরণ করেছেন নিউ ইয়র্কের ব্রুকলিনে। ১৯৫৩-২০০৬ সময়কালে তার রচিত ১৪টি কবিতাগ্রন্থ প্রকাশ পেয়েছিলো। অর্ধশতাব্দীর অধিককাল যাবত নিয়মিত সাহিত্য সমালোচনায় সম্পৃক্ত ছিলেন।
.

*
#HarveyShapiroPoems
.

This is a translation of the poem New York Notes by Harvey Shapiro
Saturday, January 27, 2018
Topic(s) of this poem: life,lifestyle,satire
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success