আত্মযন্ত্রণা ।। রড ম্যাককুয়েন Poem by Rahman Henry

আত্মযন্ত্রণা ।। রড ম্যাককুয়েন

Rating: 5.0

আত্মযন্ত্রণা ।। রড ম্যাককুয়েন

.
বসন্তঋতু কখনই দেখে নি
এই দেশটাকে,
যেখানে লাইলাক শেকড় বরফজমাট, হিম।
আর গড়িয়ে যাচ্ছে একঘেঁয়ে নদী
এবং ছুটছে আর গড়িয়ে যাচ্ছে আরও একটু।
এখানে কোনও পাখি উড়ছে না,
উড়বেও না।
কোনও খেকশিয়াল দাঁতে কামড়ে
হিমায়িত মাটির ওপর ঠেঁসে ধরবে না তার শিকার খরগোশকে...
এমনকি, যে ধূসরতা ধূসরই থেকে যাচ্ছে
তাকে ঢেকে দিতে কোনও মেঘ আসবে না।
এবং যখন এই মহাবিশ্ব স্বয়ং মোড় নেবে
অন্যদিকে
এই জায়গাটা তখনও এখানেই অপেক্ষায় থাকবে।
রুখে দেবার কিছু নেই।
কিছু নেই বদলাবার।
নিজে নিজে কিছুই করছে না।

ক্রমবর্ধমান কোনও লতা বা কাঁটাঝোপ
দেখা যাচ্ছে না এই ভূমিখন্ডে
আর তেমনি থাকছে,
যেখানে সবকিছুই আইন-কানুন
এবং স্বাগত জানানোর কোনও ভঙ্গিও নেই।

মেধাবী কেউই অধ্যয়নের জন্য আসে না এখানে।
আর কতটা হিম-নীরবতা নেমে আসতে পারে
এমনকি এরকম ভিনগ্রহী-ভূখন্ডে?

যখন অন্ধকার নামছে, চিরতরে অন্ধকার,
বাড়িগুলো ঘিরে, সমুদ্রময়।
বৃক্ষশাখের ও প্রাণিহাড়ের শ্বাসপ্রশ্বাস
ধংস করে, উপচে পড়া নির্জনতা
ছড়িয়ে দিচ্ছে মৃত্যুর ইঙ্গিত।
বীভৎস নীরবতা,
ঘনিয়ে তুলছে বিষণ্নতা
যার ভিড়ে একদা বিস্তৃত এই দেশ
একক কক্ষে পরিণত হচ্ছে।

ভুলক্রমে বা পরিকল্পিতভাবে
এসো না এ দেশে।
খুবই সহজ মহাসড়ক
খুঁজে পাওয়া, কিন্তু অভ্যন্তরীন পথ
এক জটিল ধাঁধা
যা দিনগুলোকে বছর
আর বছরগুলোকে দশক বা ততোধিক করে তোলে।

বুনোহাঁসেরা সাঁতরাবে না
এখানে, গবাদি খাবে ঘাস, চড়ুইপাখিরাও
সঙ্গমে মাতবে না, বংশবিস্তারে।

বিশ্রামের জায়গা নয় এটা। এটা হলো
শূন্য পাখির বাসা ধরে রাখার স্থান, যা
ফাঁকা করা হয়েছে, ধংসাবশেষ যা অনুরনিত হচ্ছে
কয়েক শতাব্দী কেটে গেছে এবং আসছে
আরও সব শতাব্দী।

এই শূন্য চরাচরকে
পতিত দেবদূতেরাও
এড়িয়ে চলে, যেখানে কোনই সবুজ নেই।
কিছুই বিনষ্ট হচ্ছে না, জীবাণু বা শস্য।
কেবল ধংসের বিবিধ ছায়া
শিলাখন্ড ও রুক্ষ-প্রান্তরের পার্থক্য চিহ্নিত করছে।

কিন্তু কান যদি শুনতে পায়,
শনাক্ত করো তাকে,
অনুশীলিত সেই ভাষা হবে
স্তরবিন্যাসের কাঠামোয় গড়া। বেঠিক সময়ে
যখন সঠিক বাতাস বইছে
শুনতে পাবে অসংখ্য নখের আওয়াজ
নখগুলো চালিত হচ্ছে গৃহ-অভিমুখে।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* রড ম্যাককুয়েন (২৯ এপ্রিল ১৯৩৩ - ২৯ জানুয়ারি ২০১৫) : মার্কিন কবি, গায়ক-সংগীত রচয়িতা ও অভিনেতা। গত শতকের ছয়ের দশকে, ম্যাককুয়েন মার্কিন যুক্তরাষ্ট্রের বেস্ট সেলার কবি ছিলেন। রডের কবিতার মূলে রয়েছে প্রেম, নিসর্গ ও আধ্যাত্মিক চেতনা। সেদেশের এসোসিয়েট প্রেস বলছে, রড ম্যাককুয়েনের কবিতাগ্রন্থ ৬০ মিলিয়নেরো অধিক কপি বিক্রি হয়েছিলো। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে তার জন্ম, মৃত্যুবরণ করেছেন ওখানকার বেভার্লি হিলস এলাকায়। ১৯৫৪ থেকে ২০০৪ সময়কালে, মোট ৩০টি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছিলো ম্যাককুয়েনের। সংগীত রচনা করেছেন, অন্তত, ১৫০০।
.

*
#RodMcKuenPoems
.

This is a translation of the poem Self Pity by Rod McKuen
Monday, January 29, 2018
Topic(s) of this poem: life,nature,pity,self,sigh
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success