একত্রে ।। ম্যাক্সাইন কুমিন Poem by Rahman Henry

একত্রে ।। ম্যাক্সাইন কুমিন

Rating: 4.5

একত্রে ।। ম্যাক্সাইন কুমিন

.
জল ঘিরে ফেলছে
আমাদেরকে এবং
ডুবে যাচ্ছে সবকিছু।
দেয়া হয়েছে জলরোধী বস্ত্রাদি।
ভাঙা জাহাজের খোল আর
সবুজ স্বর্ণমুদ্রার এক শহরে
ঢেকে যাচ্ছি আমরা।
ওহে মুত জলদস্যুরা
কথা শোনো আমাদের! কোনও
উদ্ধারকারী নেই এখানে। যা কিছু
চিনতে পারছো তোমরা, সবই
জ্বাল-দেয়া চিনির উষ্ণ রস। সবই
হলো লবণ। লক্ষ করো, কীভাবে
আমাদের চোখগুলো অভিবাসী হচ্ছে
উঁচু পাহাড়গুলোর পাশে?
আমরা এখন নতুনতর
গোলাকৃতি মুখ এবং জলের আগ্রাসনকে
পথ করে দিতে মেরুদণ্ডহীন।
বারবার, প্রতিবার
এটাই ঘটছে, তোমার
দেহের ভেতর আমি আর
তুমি আমারটার ভেতর।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ম্যাক্সাইন কুমিন (৬ জুন ১৯২৫ - ৬ ফেব্রুয়ারি ২০১৪) : মার্কিন কবি ও লেখক; ১৯৮১-১৯৮২ মেয়াদে, সেদেশের লাইব্রেরি অব কংগ্রেসে পোয়েট লরিয়েট কনসালট্যান্ট নিযুক্ত হয়েছিলেন। ফিলাডেলফিয়ায় এক ইহুদি পরিবারে জন্ম নেয়া কুমিন কবিতার জন্য পুলিৎজার ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত ছিলেন, সম্মানসূচক ডিগ্রী পেয়েছিলেন ছয়টি। নিউ হ্যাম্পশায়ারের ওয়ার্নারে, ৮৮ বছর বয়েসে, মৃত্যুবরণ করেন।
.

*
#MaxineKuminPoems
.

This is a translation of the poem Together by Maxine Kumin
Monday, February 5, 2018
Topic(s) of this poem: life and death,love and life,together,water
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success