বন্দী ।। টোমাস বের্নহার্ট Poem by Rahman Henry

বন্দী ।। টোমাস বের্নহার্ট

Rating: 5.0

বন্দী ।।টোমাস বের্নহার্ট


.
দাঁড়কাকটা তারস্বরে আর্তনাদ করছে।
আমাকে সে বন্দী করেছে।
তার বিলাপ-ভূখণ্ডের ভেতর দিয়ে অবশ্যই আমাকে
হেঁটে যেতে হবে চিরতরে।
রোদন করছে দাঁড়কাকটা।
আমাকে সে বন্দী করেছে।
গতকাল বিশ্রাম নিচ্ছিলো সে মাঠের ভেতর আর বরফে জমে গিয়েছিলো,
আর আমার হৃৎপিণ্ড ছিলো ওর কাছে।
আমার হৃৎপিণ্ড কৃষ্ণ থেকে কৃষ্ণতর হচ্ছে
কেননা তা ভাঁজ হয়ে আছে
ওর কালো ডানা দুটোর ভেতর।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* টোমাস বের্নহার্ট (৯ ফেব্রুয়ারি ১৯৩১ -১২ ফেব্রয়াারি ১৯৮৯) : জার্মান-ভাষী অস্ট্রিয়ান কবি, নাট্যকার ও ঔপন্যাসিক।
.

*
#ThomasBernhardPoems
.

This is a translation of the poem Imprisoned by Thomas Bernhard
Friday, February 9, 2018
Topic(s) of this poem: raven,sad,life and death,philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success