সন্ত্রাস Poem by Madhabi Banerjee

সন্ত্রাস

সন্ত্রাসঃ মাধবী বন্দ্যোপাধ্যায়
আমরা কেহই সন্ত্রাস চাই না
যেখানে সন্ত্রাস হয় না
সেখানে ছয় বৎসরের একটি শিশু
গাছের ফুলে বসা রঙ্গীন আলপনা আঁকা ডানার প্রজাপতি ধরতে যায়
আর যেখানে সন্ত্রাস হয়
সেখানে একটি ছয় বৎসরের শিশু
দরজার আড়ালে দাঁড়িয়ে হাতদু'টি বুকের কাছে নিয়ে
চোখের সামনে মাকে ধর্ষিত হতে দেখে
কম্পিত স্বরে তার সদ্য শেখা বুলি আওড়ায়
‘বলৎকারবলৎকার বলৎকার'।
আমরা কেহ সন্ত্রাস চাই না।
যেখানে সন্ত্রাস হয় না
সেখানে সেখানে পিতার শব পুত্র বহন করে
যেখানে সন্ত্রাস হয়
সেখান পুত্রের শব পিতা বহন করে।।

Monday, February 19, 2018
Topic(s) of this poem: terrorism
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success