এমনটাই যদি হতো Poem by Madhabi Banerjee

এমনটাই যদি হতো

এমনটা যদি সম্ভব হতো: : মাধবী বন্দ্যোপাধ্যায়
আমরা যে তল্লাটে বাস করি সেখানে সবাই পূর্ব বঙ্গের বাসিন্দা ছিল
প্রায় সকলেরই পুর্ব বঙ্গ ছিল জন্মভূমি মাতৃভূমি।
মা মাসি ঠাকুমা দিদিমা ঠাকুর্দা পাড়ার বরিষ্ঠরা
সকলে দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলতো
জানোঐ পূর্ব বঙ্গ আমাদের জন্মভূমি
কিন্ত এখন আর আমাদের দেশ নয়।
যখন কথাগুলো বলতো
তখন ওদের চোখ থেকে টপ টপ করে জল পড়তো
ওরা আমাকে ওদের গল্পের মধ্য দিয়ে
ওদের স্বপ্নগুলোকে আমার মধ্যে চালনা করে দিত।
আমিও স্বপ্ন দেখতে শুরু করলামআমার পরম্পরার
ঐ বরিশাল মানপাশা কলশকাটি যশোর ফরিদপুর চট্টগ্রাম লাহোর
টোবাটেক সিং, ব্রজ মোহন কলেজের।
পুকুর ঘাটে বাধাঁনো আলসের ওপর চুল ছড়িয়ে বসে
চুলের গোছা শুকিয়ে নিচ্ছি, পুকুরে ছিপ ফেলে মাছ ধরছি
আরোকিছু এমনই স্বপ্ন দেখতেই থাকতাম- -যতক্ষন
না পর্যন্ত্য এক দমকা ঢেউ আমাকে জাগিয়ে দিত।
কিন্তু এসকল স্বপ্নেতেই সম্ভব
পূর্ব বঙ্গ আমার পূর্বপুরুষদের জন্মভূমি, দেশ নয়
তাবর বড় বড় নেতারাএক কলমের খোঁচায়
তাদের দেশ বদল করে দিয়েছে।
এখন আমাকে ওদেশে যেতে হলে
দুদেশের দুই সরকারের অনেক অনেক অফিসে যেতে হবে
মুখে দুই সরকারের মোহর লাগাতে হবে
আমার স্বপ্নকে প্রমাণ করতে।।

Monday, February 19, 2018
Topic(s) of this poem: memoir
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success