ব্যতিক্রম Poem by Abdul Wahab

ব্যতিক্রম

নিয়মের মধ্যে থেকেই হয় সকল কিছু
প্রকৃতির শাসনে হয় সব শাসিত
বেনিয়মে যা হয় তা অধিক মাত্রায় হলেই আর থাকে না ব্যতিক্রম
তাই ভাবছিলাম ছেড়ে দেব সব প্রকৃতির উপর
সকালে আদাজল খাব আর নাকে তেল দিয়ে ঘুমাব
নাকে তেল দিতেই বেজে উঠলো কান
ঘুমের ঘরেই শুনতে পেলাম বড্ড একটি খবর
ভারসাম্য নষ্ট, যা কিছু হচ্ছে, হচ্ছে এখন সব এক তরফা
যে মার খাচ্ছিল সে মার খেয়েই যাচ্ছে আটকাতে পারচ্ছে না
বদলা যার নাম গোলাপি সে নিতে পারচ্ছে না প্রতিশোধ
যে মিথ্যা বলছিল দিচ্ছিল ভাওতা তার পতন হয়নি
বরং আজ সে উল্টে ভূষিত সিংহাসনে অধিষ্ঠিত রাজা
তার এই ধাপ্পাবাজি রাজ্যে যত মুনি তত মত
যত মত তত মুনি অসুস্থ সময়ে এ হয়তো ঠিক ছিল
কিন্তু যত মত তত পথ? এ তো সুস্থ অবস্থায় বিশুদ্ধ পাগলামি
আর সহ্য করতে পারলাম না ধড়ফড় করে উঠে পরলাম
অম্বল, অম্বলে গ্যাস, গ্যাসে মাথা ব্যথা, যন্ত্রণা
যার কষ্ট সেই বোঝে, আমিও বুঝলাম
শুদ্ধু শুদ্ধু প্রকৃতির উপর নির্ভরশীল হলে চলবে না
আরাধনা করলেই হবে না উপশম
আমাকে প্রকাশ করতে হবে একটি মত
ধরতে হবে একটি পথ
গোল গোল ঘুরলে পাওয়া যাবে না রেখা সরল
দৃশ্য হবে না গন্তব্যস্থল
নিরূপণ করা যাবে না সাদৃশ্য বৈসাদৃশ্য কিংবা পার্থক্য
সব ভেরা হয়ে যাবে এক
সাদা কালোর থাকবে না কোন তফাৎ মুল্য
যারা গুলবাজ তারা দেবে আরো গুলিয়ে
ভেল্কি দেখাবে রংবাজেরা
ভাবতেই গা শিউড়ইয়ে ওঠে খাড়া হয়ে যায় গায়ের সব লোম
গরম জলে যোয়ান খেলাম
ঠাণ্ডা জলে খেলাম ফু দিয়ে গোলমরিচ সহ আমলকী পুদিনা
একটু ঠিক হলাম, শিহরণ থামতেই ঠিক করলাম
আর প্রকৃতির উপর নির্ভর নয় প্রাধান্য দেবো নিজেকে
এই নিজগৃহে প্রধান হবে আমার মস্তিস্ক
বিচারক ও বিচার প্রার্থী দুটোই আমি আর দারোয়ান হবে আমার বিবেক
সব বেনিয়মের এক ব্যতিক্রম
আমার মত পথ একটাই যারা কমজোর যারা দুর্বল আমি তাদের দিকে হলাম ।

Saturday, February 24, 2018
Topic(s) of this poem: diamond
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success