ধোঁয়া Poem by Madhabi Banerjee

ধোঁয়া

Rating: 5.0

একটি ধোঁয়া
মাধবী বন্দ্যোপাধ্যায়

একটি ধোঁয়ার রেখা দেখা যাচ্ছিল……

মেহের আলি ব্যক্তিটি সজ্জ্বন
সে যে তল্লাটে বাস করে
সেখানে হিন্দু মুসলমানের বাস একসাথে
সাম্প্রদায়িক সংঘর্ষে ইতিহাস নেই কোনো
হিন্দু মুসলমাননির্বিশেষে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।
মেহের আলি নামের সাথে আমরা এক পাগলপানার গন্ধ পাই
কেননা পাগলা মেহের আলিরাই তো সদর্পে বলতে পারে ‘সব ঝুটা হ্যায়'
আমার এ মেহের আলিরও এক পাগলাটেপনা আছে
সেটা বোঝা গেছে প্রকটভাবে তার মৃত্যুর পর!
ওর মৃত্যুর পর যখন দেহটিকে কবরে দেওয়ার জন্য তৈরী হচ্ছিল সকলে
ঠিক তখনই ওর স্ত্রী আর আত্মীয় সজন একটি উইল দিল মৌলবীদের হাতে।
উইলে মেহের আলি একটি ইচ্ছা প্রকাশ করে গেছে
মৃত্যুর পর তার দেহটিকে যেন দাহ করা হয়।

দুই সম্প্রদায়ের শীর্ষ ব্যক্তিত্বরা দফায় দফায় বৈঠক করল
এক দল বলছে কোরানে এই উল্লেখ আছে
আর এক দল বলছে গীতায় এই বলেছে
কিন্তু সমাধানের উপায় কেউ বলতে পারল না
সবাই বরফ শীতল
মাঝরাতে দেখা গেলধোঁয়ার যে রেখাটি ছিল
সে এখন কুন্ডলী পাকিয়ে গলগল করে তীব্র বেগে বেরোচ্ছে
তার পর আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে
মেহের আলির বাড়ি আর আসেপাশের চত্তর থেকে।

জ্যান্ত মানুষদের পোড়ানো হ'ল
আর মৃত মানুষের দেহ কবরে দেওয়া হ'ল।

COMMENTS OF THE POEM
Malabika Ray Choudhury 04 March 2018

Wow! Such a thoughtful poem! So impressive! Thank you.

0 0 Reply
Madhabi Banerjee 05 March 2018

thank you. and your valuable comment.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success