ভুলে গেছি যে কবিতা লেখা
জানালা বন্ধ মনের,
দারুণ খাঁদের করুণ কিনারা,
অল্পবিস্তর হয়ে দিশেহারা,
ভেস্তে দিয়ে সব আশকারা,
সময় স্মৃতি দহনের,
ভুলে গেছি যে ছন্দের ডাক,
জানালা বন্ধ মনের ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem