"অর্জুন বধ" কাব্যের ক্ষুদ্রাংশ Poem by Arun Maji

"অর্জুন বধ" কাব্যের ক্ষুদ্রাংশ

Rating: 5.0

তাই হোক, তাই হোক মাতা
​তব আদেশ লাগি, ​ ​​যুঝিব নিজ পিতা।
ক্ষাত্রধর্ম লাগি, বধিব নিজ পিতা।

​হায় হায়
ধরিত্রী বলিবে আমায়- পিতৃ হন্তাকারী।
মনিপুর বলিবে আমায়- বিকলাঙ্গ ব্যভিচারী।
পান্ডব বলিবে আমায়- কুলের কলঙ্ক
ধর্ম বলিবে আমায়- সত্যের আতঙ্ক
ঈশ্বর দুষিবে আমায়- পাপী হিংসামগ্ন।

মাতা ​উলুপী, কহো তুমি
যাহা শুনিলাম​, ​ ঠিক কি ?
বধিব পিতা আমি? আপন হস্তে বধিব পিতা আমি?
ক্ষত্রিয় ধর্ম লাগি বধিব পিতা আমি?
মাতৃ আদেশ লাগি বধিব পিতা আমি?
​ক্ষত্রিয় ধর্ম ধর্ম, পুত্র ধর্ম ধর্ম নহে? ​
​রাজ ধর্ম ধর্ম, মনুষ্য ধর্ম ধর্ম নহে?

কোথা হে ধর্ম, কোথা তুমি?
শুনিতে কি পাও তুমি প্রলয়ের ধ্বনি?
পুত্র আগুয়ান ​আজি পিতৃ হত্যার পথে!
ক্ষাত্র ধর্ম হইবে রঞ্জিত পিতৃরক্ত স্রোতে!
হে সূর্য, শুনিতে কি পাও তুমি
হতভাগ্য বব্রুবাহনের মর্মর ধ্বনি?
শুনিতে কি পাও তুমি
সংঘাত জর্জরিত চিত্রাঙ্গদা পুত্রের ক্রন্দনধ্বনি?

জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী।
মাতা ​উলুপী, মম মাতা ​তুমি।
বিমাতা বটে, তবুও প্রিয় মাতা তুমি।.​
তব আজ্ঞা​ ​মহাধর্ম ​মানি !
আরবার কহো তুমি
বধিব পিতা আমি? আপন হস্তে বধিব আমি?

​তবে ​তাই হোক মাতা, তাই হোক।
অর্জুন রক্তে, মম অস্ত্র রঞ্জিত হোক!
ধনঞ্জয় রক্তে, ক্ষাত্রধর্ম ​অঙ্কিত হোক।
​মধ্যপান্ডব রক্তে, মণিপুর​ ​বিজয়ী হোক ​​.​
পিতৃ রক্তে, পুত্র ধর্ম কলঙ্কিত হোক।

​​কোথা তুমি ​হে ধনঞ্জয়, ​কোথা তুমি ধনুর্ধর ​? ​
পিতা পুত্রে দ্বৈরথ দেখুক, এ বিশ্ব চরাচর।
দেখো ​গো ​ধরিত্রী দেখো, কত উন্মাদ আমি!
পিতারে বধিব আমি, কত বিকলাঙ্গ আমি!
ক্ষত্রিয় ধর্ম লাগি, আমি যুঝিব পিতারে!
মাতৃ উপদেশ লাগি, আমি বধিব পিতারে!

বাহঃ ধর্ম বাহঃ, তোরে শত বাহবাঃ
পিতা পুত্রে দ্বৈরথ! ক্ষত্রিয়েবাহবাঃ
ধিক্কার ধিক্কার
হে বব্রুবাহন​, ​ তোমারে শত ধিক্কার!
পিতৃ রক্তে রঞ্জিত তব হস্ত যদি
তব ক্ষত্রিয় ধর্মে ধিক্কার!

ওহে, কে আছিস কোথায়।....
অস্ত্র নিয়ে আয়। অশ্ব নিয়ে আয়.
বক্ষ জ্বলিছে মোর, মম পিতৃ রক্ত নেশায়!
বাজা শঙ্খ, বাজা ডঙ্কা
দূর হোক মোর পাপ-শঙ্কা।

চিত্রাঙ্গদা পুত্র, বীর বব্রুবাহন আমি
মহাধনুর্ধর, মহাবিজয়ী পার্থ পুত্র আমি।
রক্ত ​তপ্ত মোর ​জিষ্ণু ​ জিঘাংসা​য় ​ ​
বক্ষ জ্বলিছে মোর ​তৃষিত তৃষ্ণায়।
চক্ষে মোর সূর্য জ্যোতি। অস্ত্রে মোর অগ্নি দীপ্তি।
বীরশ্রেষ্ঠ বিশ্বশ্রেষ্ঠ জিষ্ণু সাথে যুঝিব আমি
পিতৃরক্তে ক্ষত্রিয় ধর্ম রক্ষিব আমি।

হে মাতা উলুপী, ​​​আশীর্বাদিও মোরে​-​
​যুঝিব ​মম ​পিতা আমি​, ​ বীর ধর্ম তরে। ​
আশীর্বাদিও মোরে​-​
ক্ষত্রিয়​ আত্মার আর্তনাদ
অঙ্কিত হোক বিশ্ব চরাচরে।

​স্বামীহারা চিত্রাঙ্গদার আর্তনাদ
ধ্বনিত হোক আকাশে।
পুত্রহারা চিত্রাঙ্গদার ক্রন্দন
ভেসে যাক বাতাসে।

হে মাতা চিত্রাঙ্গদা
দূর হতে, প্রার্থনা করো মোর তরে।
হে সংঘাত জর্জরিত অর্জুন জায়া
প্রার্থনা করো তব পুত্র তরে-
​বধিব, আজি বধিব পিতা আমি
মম মাতৃশক্তি জোরে।

© অরুণ মাজী

"অর্জুন বধ" কাব্যের ক্ষুদ্রাংশ
Saturday, March 10, 2018
Topic(s) of this poem: bangla,epical,mythology,poem,verse
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success