বন্য রাত Poem by Pritam Bhowmick

বন্য রাত

আজ সময়ের ডাক এসেছে মেঘের পরশ নিয়ে,
ন্যাড়া গাছের চোরা কোটরে শাবকের অগোচরে,
মলিন মুখে বাউল যে গায় দীনতা সমাধি দিয়ে,
আধফালা চাঁদের রশ্মির চুম্বন বালুচরে;
এরই মাঝে পথিক চলে, নাই তার আফসোস,
রনক্লান্ত, পরিশ্রান্ত, শরীর যেন অলস,
তবু সে বলে অবিরাম - " আমি মৃত যে তোমার হাতে ",
" তাও বেঁচে ফিরি বারবার, ফের মরার তাগাদাতে ",
" আঁধার হল প্রেয়সী আমার, ঝরা পাতা শয্যা ",
" বন্য রাতের নিঠুর প্রেমে ভস্মীভূত লজ্জা " ।

Thursday, March 29, 2018
Topic(s) of this poem: adultery,affair,bangla,love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pritam Bhowmick

Pritam Bhowmick

Kolkata
Close
Error Success