ক্কল্বের বন্দনা আর এর রোগ শোক Poem by Rhymer Rhymer

ক্কল্বের বন্দনা আর এর রোগ শোক

ক্বাল্ব এরাবিক শব্দ
যা আপনার মন বা আত্তা বা দিল
যাকে ইংরাজিতে হার্ট বলা হয়!
"জেনে রেখ, মানুষের দেহের মধ্যে এক খন্ড মাংশ পিন্ড আছে, যখন তাহা সংশোধিত হয়, তখন সমগ্র দেহ সংশোধিত হয়ে যায়। আর যখন তা দুষিত হয় তখন সমগ্র দেহটাই ত দুষিত হয়ে যায়। মনে রেখ ওটাই ক্বলব"
(বোখারী ও মুসলিম শরীফ)
"ক্বলব হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেঁর বাদশা।"
(মেরকাত শরীফ ৫ম খন্ড, পৃষ্ঠা-৬২)
একটি দেশের বাদশাহ ভাল হলে প্রজারাও ভাল হতে বাধ্য হয়
একটি মানুষের ক্বলব বা অন্তর ভাল হলে কাজ কর্মও ভাল হয়ে যায়
একটি মানুষের ক্বলব খারাপ হলে তার কর্মকান্ডও খারাপ হয়ে যায়
এরশাদ হচ্ছ:
‘‘তাদের ক্বলব সমুহের উপর ছাপ পড়ে গেছে।ফলে তারা বুঝে না।"
(সুরা তওবা, আয়াত-৮৭)
"আমি তাদের ক্বলব সমুহের উপর ছাপ মেরে দিয়েছি।ফলে তারা শুনতে পায় না।"
(সুরা আ'রাফ-১০০)।
সেদিন(কিয়ামতের দিন)কোন অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি কোন কাজে আসবে না; সে ব্যক্তি ব্যতীত যে সুস্হ বা পরিচ্ছন্ন ক্বলব নিয়ে আল্লাহর কাছে আসবে
(সুরা শু'আরা ৮৮-৮৯)
যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, তিনি তার ক্বলবে(অন্তর বা মন)সৎপথ প্রদর্শন করেন
(সুরা-আত তাগাবুন-১১)
তাদের ক্বলবে(অন্তর বা মন)আল্লাহ ঈমানকে নির্ধারিত দিয়েছেন
(সুরা মুজাদালাহ-২২)
আল্লাহ তায়ালার আদেশ নিষেধ না মেনে চললে
বাজে কর্মকান্ডের মাধ্যমে একবার মানুষের মন অসুস্হ ও কলুষিত হলে
তার আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে হিতাহিত জ্ঞান থাকে না
সে তার নফসের খায়েস বা মনের আকাংখা পূরনের জন্যই সব কাজ করে থাকে
সর্বাবস্থায় আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের ক্বলব বা মন সুস্থ হয়ে যায়
আল্লাহ পাক তখন ইচ্ছা করলে এই ক্বলবের মধ্যেই এক জ্ঞান দান করেন
এই জ্ঞান কোন বই পত্র পড়ে বা শুনে অর্জন করা সম্ভব নয়
এই জ্ঞানকে ক্বলবী জ্ঞান বা আত্বিক জ্ঞান বলা হয়!

Sunday, April 1, 2018
Topic(s) of this poem: heart
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success