মানবতার গৌরব Poem by Tamal Ghosh

মানবতার গৌরব

মানবতার গৌরব
কি এমন মুনাফা অর্জন করেছ, শয়তানের দল?
শুধুমাত্র কুরবানির রক্ত বন্যা ছাড়া ।
তুমি প্রলোভন দেখিয়েছে
তুমি বিশ্বাসের মূলে সুড়সুড়ি দিয়েছো
তুমি অনধিকার বিকৃত প্রভাব বিস্তার করেছো ।
কিন্তু, শিকার কজন?
কিছু ক্যাবলাবুদ্ধি শিক্ষার্থী
কিছু সংখ্যক দাঙ্গাবাজ, ব্যাস ।
এক সময় একজন জেজাস যথেষ্ট ।
কিন্তু এখন পুত্রহারা বাবারা
ময়দানে নেমেছে
সবাই আছে সঙ্গে এবং আমিও আছি
তোমাকে হারানোর তরে ।
ধিক, মানবতার মর্যাদায় সন্দেহ করো না ।
ধর্মোন্মত্ততা একটা জোচ্চুরি যেটা তুমি ভালো পারো
কিন্তু বিজয় কার্ড হতে পারে না।

This is a translation of the poem Glory To Humanity by Tamal Ghosh
Thursday, April 5, 2018
Topic(s) of this poem: ironic
COMMENTS OF THE POEM
Tamal Ghosh

Tamal Ghosh

Murshidabad
Close
Error Success