দখলিস্বত্ব ।। বারবারা কিংসোলভার Poem by Rahman Henry

দখলিস্বত্ব ।। বারবারা কিংসোলভার


.
যা কিছু আমার বাসনা জুড়ে আছে:
একটা রং। একটা বনভূমি।
অপদেবতা এবং আমার মুখস্থিত বরফ।
সবকিছুই
যেগুলোর মালিকানা অর্জন করা যায় না।
একটা চিতাবাঘ, একটা জীবন, একটা চুম্বন।
কখনও চলে যেতে দাও না
তুমি।
তুমিও যে আমাকে চেয়েছো
সেটা জানতে পারা
বিশ্বাসী কাজের মতই সুন্দর।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* বারবারা কিলভার (৮ এপ্রিল ১৯৫৫ -) : মার্কিন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। মেরিল্যান্ডের এনাপোলিসে জন্ম। বেড়ে উঠেছেন কেন্টাকিতে। সাত বছর বয়সে, চিকিৎসক বাবার সাথে কঙ্গোতে চলে যান। পরবর্তীতে, আরিজোনা বিশ্ববিদ্যালয়ে জীববিদ্যার পাঠ গ্রহণ করেন। বারবারার উপন্যাসগুলো একাধিকবার বেস্ট সেলার হয়েছে। বর্তমানে, ভার্জিনিয়ার একটি গ্রামাঞ্চলে বসবাস করছেন।
.

*
#BarbaraKingsolverPoems
.

This is a translation of the poem Possession by Barbara Kingsolver
Saturday, April 7, 2018
Topic(s) of this poem: lifestyle,love
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success