ডাডাবাদী কবিতা লিখতে ।। ত্রিস্তান চারা Poem by Rahman Henry

ডাডাবাদী কবিতা লিখতে ।। ত্রিস্তান চারা


.
একটা খবরের কাগজ নিন।
কাঁচি নিন কয়েকটা।
এই খবরের কাগজ থেকে তত বড় একটা প্রতিবেদন বেছে নিন যত বড় কবিতা আপনি লিখতে চান।
কেটে ফেলুন প্রতিবেদনটুকু।
তারপর যেসব শব্দ দিয়ে প্রতিবেদনটি লেখা হয়েছে তার প্রতিটা শব্দ সযত্নে আলাদা আলাদা করে কাটুন এবং একটা থলের ভেতরে ভরে নিন।
আলতো করে ঝাঁকান।
তারপর প্রতিটি শব্দখণ্ডকে একটার পর একটা সাজিয়ে তুলুন।
থলে থেকে যে ক্রমানুসারে শব্দগুলো বেরোলো নিষ্ঠার সাথে ওভাবেই সাজান।
কবিতাটা আপনার মতই হবে।
এবং এই তো আপনি— কমনীয় সংবেদনশীলতায় মৌলিক এক লেখক, যদিও রুচিহীন ভেড়ার দলের কাছে অমূল্যায়িতই থেকে যাবেন।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ত্রিস্তান চারা (১৬ এপ্রিল ১৮৯৬ - ২৫ ডিসেম্বর ১৯৬৩) : রোমানিয়ান-ফরাসি কবি, প্রাবন্ধিক ও বাচিক শিল্পী। জন্ম রোমানিয়ায়; ২৩ বছর বয়সে ফ্রান্সে চলে গিয়েছিলেন। ডাডাবাদের ভেতর দিয়ে পরাবাস্তববাদে উত্তরণ তার সাহিত্যকৃতির মূল বৈশিষ্ট্য।

.

*
#TristanTzaraPoems
.

This is a translation of the poem To Make A Dadist Poem by Tristan Tzara
Monday, April 16, 2018
Topic(s) of this poem: poems
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success