জাকির নায়েকের বিষয়টা আসলে কী? ? ..১।... Poem by Rhymer Rhymer

জাকির নায়েকের বিষয়টা আসলে কী? ? ..১।...

পারতপক্ষে কোনও ব্যক্তির নাম উল্লেখ করে কিছু বলি না
সংঘ-সংগঠনের নামও অন্য কারণে আসে না
মূলত আসে মতাদর্শের কারণে
আর মতাদর্শের নাম আসে স্রেফ সেটার ক্ষতিকর প্রভাবের কারণে
নাহলে, আল্লাহরই শপথ, আমরা এমনকি কোনও মতাদর্শ (ফির্কা, ইজম)নিয়েও কথা বলতাম না
না কথা বলতাম কোনও ধর্ম নিয়ে
সত্যবোধের উপলব্ধিতে ডুবে থাকা এতই মহৎ বিষয়, তাতেই শান্তি এবং তাতেই পরিণতি…
সেখানে কোনও ধর্ম, মতাদর্শ, সংঘ-সঙ্গঠনের নামই আসার কথা নয়, ব্যক্তির নাম তো আরো বহু পরে!
কিন্তু ব্যক্তির নাম উল্লেখ করতে হল পরিস্থিতির সাপেক্ষে
আমরা জাকির নায়েক বিষয়ে উপলব্ধির কিছু অংশ শেয়ার করব

[শুরুর দিকের কথা]
আজ থেকে একযুগ আগের কথা
প্রচন্ড ক্ষুধা ছিল ইলমের
গভীর বক্তব্য শোনা ও তা উপলব্ধি করার।
আমি কম্পিউটারে ইন্টারনাল টিভি কার্ড যুক্ত করি ‘ইসলামিক স্কলার' দের বক্তব্য রেকর্ড করার জন্য
তখন সত্যি সত্যি ইন্টারনেটের এমন দশা ছিল, যে, খুব একটা ইসলামিক ভিডিও পাওয়া যেত না
বাস্তব বলতে গেলে, প্রায় কিছুই পাওয়া যেতো না
মনে পড়ে, সুযোগ পেয়েই আমি আসওয়াত আল ইসলাম ওয়েবসাইটের সমস্ত হিন্দি, উর্দু আর ইংরেজি লেকচার ডাউনলোড করেছিলাম
সব মিলিয়ে মনে হয় পৌনে দু'শ ‘ইসলাম-বক্তা'র লেকচার ছিল সেখানে।
ধর্ম প্রচারের বিষয় শোনার ও বোঝার অভ্যাসটা ধরিয়ে দিয়েছিলেন আমার এক আত্মীয়
তিনি সেই টেপরেকর্ডারের যুগে বিদেশ থেকে আহমাদ দিদাতের লেকচার আনিয়ে শুনতেন, আমাদের শোনাতেন। আমরা বিভোর হয়ে শুনতাম
সেই ধারাবাহিকতায়, ভারতীয় চ্যানেল পিস টিভি থেকে ডা. জাকির নায়েকের বক্তব্য রেকর্ড করতাম, তারপর তা এডিট করতাম, তারপর তা কনভার্ট করে রিনেম করে সুন্দর করে রেখে দিতাম
এদের বক্তব্য বোঝার ও প্রচারের খাতিরে আমি ইংরেজি ভাষা ভালভাবে শেখা শুরু করেছিলাম
ভিডিও এডিট শিখেছিলাম
কমপ্রেশন শিখেছিলাম।

তখন আমার ধারণা ছিল, হয়ত বাংলাদেশে আমার মত এত সিরিয়াস জাকির নায়েক লিসেনার খুব কম আছে
কথাটা এখনো আমার সত্যি মনে হয়
আজকে জাকির নায়েক ভক্তে বাংলাদেশ সয়লাব, কিন্তু এর শুরু থেকেই আমরা গভীরভাবে তা অবজার্ভ করেছি! !


((সিরিয়াল চলবে।। গোলাম দস্তগীর লিসানী এর লেখা থেকে এডিট))

Tuesday, May 1, 2018
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success