জাকির নায়েকের বিষয়টা আসলে কী? ? ..২।... Poem by Rhymer Rhymer

জাকির নায়েকের বিষয়টা আসলে কী? ? ..২।...

শিয়া সুন্নি বলতে কিছু নেই, অনলি মুসলিম বিষয়কঃ
প্রথম খটকাটা লাগে এখানে
জাকির নায়েক সব সময় বলে বেড়ানো শুরু করলেন, শিয়া সুন্নি বলতে কিছু নেই
আমি সুন্নি নই, আমি অনলি মুসলিম
শুধু মুসলমান, শুনতে খুবই চটকদার লাগে।
কিন্তু ইতোমধ্যে আমাদের জানা ছিল, রাসূল দ. বলেছেন, ইসলামে ৭৩ টি ফির্কা হবে
যার মধ্যে আহলুস সুন্নাহ্ ওয়াল জামাআহ্ হল মুক্তিপ্রাপ্ত
বাকী ৭২ টি ফির্কা বিপথগামী, পথভ্রষ্ট।
আহলুস সুন্নাহ্ হল পথের বা দলের নাম, আর সুন্নি হল সেই পথের অনুসারীর নাম।
যে লোক নিজেকে সুন্নি নয় দাবি করে, সে তো অবশ্যই রাসূল দ.'র পথ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে
যেখানে রাসূল দ. বলছেন, ইসলামের ৭২ দল সরাসরি পথভ্রষ্ট সেখানে একমাত্র পথপ্রাপ্ত দল থেকে নিজেকে ঘোষণা দিয়ে বিচ্ছিন্ন করা কোনও সরল বিষয় হতে পারে না।
যে লোক সংস্কৃত ভাষায় শব্দ উল্লেখ করতে পারে
বাইবেল ঘাঁটতে পারে
সে বুখারি মুসলিম কোনটাই পড়ার সময় পায়নি
মেনে নিলাম
সে কি কারো মুখে এতগুলো বছরেও কারো মুখে শোনেনি, যে রাসূল দ. বলেছেন সুন্নিই হল পথপ্রাপ্ত?
রাসূল দ.'র ঘোষণার বিপরীতে এ ঘোষণা কী করে আসে?



((সিরিয়াল চলবে।। গোলাম দস্তগীর লিসানী এর লেখা থেকে এডিট))

Tuesday, May 1, 2018
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success