মুনাফেকি/ Munafeki Poem by Rhymer Rhymer

মুনাফেকি/ Munafeki

Rating: 5.0

মুনাফেকি
্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
মুখের কথা আর অন্তরের ইচ্ছা যার আলাদা
তাই আত্তবিশ্লেষন করে নিজেকেই ঠিক করতে হবে
তারাই মুমিন যারা এই কাজটা করে
থাকতে হবে ত্যাগের দীক্ষা আর সব থেকে পছন্দনীয় জিনিস ত্যাগ হল কোরবানি
মানুষের প্রান আর সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন
মুরিদ পিরের কাছে বিক্রি
পির হল রাসুল সঃ আর মুরিদ হল উম্মত
তার পরে তার নির্ধারিতরা পির
ত্যাগকারী কখনো গরীব হয়য় না
সবথেকে ধনি হয়য় ত্যাগ কারী মুস্লিম
ধনের মালিককেই যখন খুঁজো তো ধনকে মুল্লহীন ভাবো না কেনও
সাহাবাদের অন্তরে ও বাইরে অমিল ছিল না
অন্তরে তুমি আর তমার হুকুম বাইরেও তাই ওগো অন্তরজামি

মুনাফেক বলে ইমান এনেছে কিন্তু হাসি ঠাট্টা করে
মুনাফেক ইমান এনেছে বলে অথচ আদেশ অমান্ন করে সময় অপচয় করে
মুনাফেক ইমান এনেছে বলে অথচ অনুকরণ ও অনুসরণ করে না
মুনাফেক ইমান এনেছে বলে অথচ জান মাল কোরবানি দিতে চায় না
মুনাফেক ইমান এনেছে বলে অথচ নাম মাত্র মুসল্মান
মুনাফেক ইমান এনেছে বলে অথচ স্বধর্ম নিয়ে হাসি ঠাট্টা করে
সকল যুগে মুনাফেক ছিল এ যুগে আর ও বেশী

মুনাফেকরা জাহান্নামের সর্ব নিম্নে অবস্থান করবে
মুনাফেক রা নিজ ধর্ম রাষ্ট্র সমাজের ক্ষতি করে থাকে।
হুজুর সঃ ফেত্নার ভয়ে কাতেল করতে নিষেধ করেছেন
আসলে এদের শাস্তি মৃত্যু দণ্ড।

Sunday, October 14, 2018
Topic(s) of this poem: hypocrisy
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 15 October 2018

Take a Rose and Be a Rose Do not go the cucurbitaceous plant and do not take colocynth to be in it!

1 0 Reply
Rus Mer 15 October 2018

You have read poem and gave an allusion befitting. Thank you dear poet!

0 0
Kumarmani Mahakul 14 October 2018

মুখের কথা আর অন্তরের ইচ্ছা যার আলাদা তাই আত্তবিশ্লেষন করে নিজেকেই ঠিক করতে হবে......nice beginning with lofty theme. A beautiful poem on hypocrisy nicely executed. Thanks for sharing.10

1 0 Reply
Rus Mer 14 October 2018

ধন্নবাদ আপনার মুল্লবান সময় দেয়ার জন্য

0 0
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success