জাকির নায়েকের বিষয়টা আসলে কী? ? ..৪ ।... Poem by Rhymer Rhymer

জাকির নায়েকের বিষয়টা আসলে কী? ? ..৪ ।...

ইসলামেও এরকম মত বা ফেরকা থাকাটা খুবই স্বাভাবিক
আছেও যারা রাসূল দ. কে একেবারে সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনার জন্য তাদের চেষ্টার কোনও কমতি নেই।
তারা রাসূল দ.'র ত্রুটি বিচ্যুতি বের করার কাজে দক্ষ
একজন মুসলিমের বলার কথা, রাসূল দ. কত বেশি জানেন, কিন্তু তাদের সম্পূর্ণ চেষ্টা হল, রাসূল দ. কত কম জানেন!
একজন মুসলিম বলেন, রাসূল দ. কত বেশি অসাধারণ, আর তাদের সম্পূর্ণ চেষ্টা হল, রাসূল দ. কত সাধারণ।
তারা রাসূল দ.'র যত অসাধারণ গুণ ও বিষয় আছে, সবগুলোকে হাইড করে নেয়
একজন ব-কলম এতিম অসহায় এবং গোঁড়া মানুষ হিসাবে রাসূল দ. কে উপস্থাপিত করতে চায়
তারা রাসূল দ.'র জন্মের দিনকে ভুলে যেতে চায়, ভুলিয়ে দিতে চায় এমনকি ভুলে না যাওয়াটাকে শিরক সাব্যস্ত করে যদিও নবীদের জন্মদিনে ঘুম দিবসে এবং পুনরুত্থান দিবসে সালাম পাঠানোর আদেশ কুরআনে আছে।
রাসূল দ.'র সাথে জড়িত যত সম্মানজনক বিষয় আছে, সবগুলোকে পাশ কাটাতে চায়
রাসূল দ.'র নামকে কালিমা থেকে বাদ দিতে চায়
রাসূল দ.'র রওজায় যিয়ারতকে নিষিদ্ধ করতে চায়, তাঁর সম্মানে দাঁড়ানোকে নিষিদ্ধ করতে চায়, তাঁর নামে দরুদ প্রেরণ পর্যন্ত তাদের আপত্তি।
এমনকি নামাজেও রাসূল দ.'র প্রতি দরুদ প্রেরণের দরুদে ইব্রাহিম না পড়ে সালাম ফেরানোর দিকে খেয়াল।
রাসূল দ.'র পরিবারের প্রতিও তাদের যে মূল্যায়ন, তা যে কোন মানুষকে শিউরে দিবে।
আপনারা কি লক্ষ্য করেছেন
জাকির নায়েক বাইবেল-উপনিষদ-বেদের পাশাপাশি সব সময় শুধু কুরআন থেকে রেফারেন্স দেয় এবং হাদীস থেকে তার রেফারেন্সের সংখ্যা না থাকার মতই?



((সিরিয়াল চলবে।। গোলাম দস্তগীর লিসানী এর লেখা থেকে এডিট))

Wednesday, May 2, 2018
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success