জাকির নায়েকের বিষয়টা আসলে কী? ? ..৫ ।... Poem by Rhymer Rhymer

জাকির নায়েকের বিষয়টা আসলে কী? ? ..৫ ।...

ইমাম হুসাইন রা.'র নিহত হওয়ার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই- বিষয়ক
জাকির নায়েক দেখলেন, যথেষ্ট জনসমর্থন আদায় করা হয়েছে
এখন একটা মৌলিক কথা বলার মত শক্তিশালী অবস্থানেও পৌছানো গেছে
তিনদিনের ‘ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স' এর দর্শক সবচে বেশি থাকে। সেখানে তিনি বললেন, ইসলামে ব্যক্তি নয়, আদর্শকে অনুসরণ করতে হবে।

তখনি তিনি বললেন, এজিদ এবং ইমাম হুসাইন রা.'র ‘যুদ্ধ' ইসলামের কোনও বিষয় নয়! এটা ক্ষমতা দখলের যুদ্ধ।
আল্লাহু আকবর!
একবার ভাবুন, যদি কেউ বলে, অমুক নবীকে হত্যা করা ইসলামের কোনও বিষয় নয়!
বনি ইসরাঈল বহু নবীকে হত্যা করেছে
হুসাইন রা. কোন নবী নন, কিন্তু তিনি স্বয়ং রহমাতাল্লিল আলামীনের অর্ধাংশ
রাসূল দ. বলেছেন, হুসাইন আমা হতে আমি হুসাইন হতে
রাসূল দ. বলেছেন, হুসাইন আমার অর্ধাংশ, হাসান আমার অর্ধাংশ।

একবার কল্পনা করুন,
রাসূল দ.'র অর্ধাংশকে হত্যা করা হচ্ছে অথচ তাকে আপনি ধরে নিচ্ছেন, ‘ইসলামের কোনও বিষয় নয়'!
রাসূল দ. বলেছেন,
এদের যে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে।
এদের দু ভাইকে যে ভালবাসবে সে আমাকে ভালবাসবে।
একবার কল্পনা করুন,
রাসূল দ. কে জেনে শুনে বুঝে কষ্ট দেয়াকে আপনি ইসলামের কোনও বিষয় নয় তা ধরে নিচ্ছেন।
রাসূল দ. বলেছেন,
হাসান ও হুসাইন জান্নাতের তরুণদের প্রধান।
তিনি দ. বলেছেন, জান্নাতে সবাই তরুণ।
তিনি দ. বলেছেন, ফাতিমা জান্নাতের সকল নারীর প্রধান।
একবার কল্পনা করুন,
যাঁর ভাই, মা এবং তিনি স্বয়ং জান্নাতের সকল নারী ও পুরুষের অধিকারী তাকে হত্যা করাকে আপনি মনে করছেন ‘ইসলামের কোন বিষয় নয়' এবং আপনি জান্নাতও কামনা করছেন!


((সিরিয়াল চলবে।। গোলাম দস্তগীর লিসানী এর লেখা থেকে এডিট))

Wednesday, May 2, 2018
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success