উদ্বেগ ও সন্দেহ ।।এরিখ ফ্রদ Poem by Rahman Henry

উদ্বেগ ও সন্দেহ ।।এরিখ ফ্রদ

Rating: 5.0


.
তাকে
সন্দেহ কোরো না
যে বলছে
উদ্বিগ্ন সে

বরং উদ্বিগ্ন হও
তার ব্যাপারে
যে বলছে
মনে তার কোনই সন্দেহ নেই

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এরিখ ফ্রদ (৬ মে ১৯২১ - ২২ নভেম্বর ১৯৮৮) : অস্ট্রিয়ান-বৃটিশ কবি, গদ্যকার ও অনুবাদক। জন্ম ভিয়েনায়। ১৯৩৮ সালে, জার্মানরা যখন অস্ট্রিয়া দখল করে নেয়, তিনি পালিয়ে লন্ডনে চলে যান।১৯৪৯ সালে, বৃটিশ নাগরিকত্ব অর্জন করেন। স্বদেশ ত্যাগ করার পর, ১৯৬২ সালে, প্রথমবারের মতো ভিয়েনায় যান ফ্রদ। বিবিসি জার্মান সার্ভিসে, রাজনৈতিক ভাষ্যকার হিসেবে কাজ করেছেন: ১৯৫২-১৯৬৮। ১৯৮২ সালে, অস্ট্রিয়ান নাগরিকত্ব ফেরতও পেয়েছিলেন। মৃত্যুবরণ করেছেন জার্মানীতে এবং তাকে সমাধিস্হ করা হয়েছে লন্ডনে।
.

*
#ErichFriedPoems
.

This is a translation of the poem Anxiety & Doubt by Erich Fried
Sunday, May 6, 2018
Topic(s) of this poem: anxiety,doubt
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success